Wednesday, July 2, 2025

NRS-এ ধু.ন্ধুমার! ইন্টার্ন ডাক্তারদের বে.ধড়ক মা.রধরের অভিযোগে গ্রে.ফতার ৩

Date:

Share post:

ইন্টার্ন ডাক্তারদের (Intern Doctor) মারধরের অভিযোগ উঠল শ্রমিকদের (Workers) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল এনআরএস হাসপাতাল (NRS Hospital)। এমনকী জুনিয়র ডাক্তারদেরও গালিগালাজ করার অভিযোগ উঠেছে হাসপাতালের নতুন নির্মীয়মাণ বিল্ডিংয়ের কর্মরত শ্রমিকদের বিরুদ্ধে। ইতিমধ্যে এন্টালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন হাসপাতালের এক ইন্টার্ন ডাক্তার। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত তিনজনই এনআরএস হাসপাতালের নতুন নির্মীয়মাণ বিল্ডিংয়ে শ্রমিক হিসেবে কাজ করে।

জুনিয়র ডাক্তারদের অভিযোগ, মঙ্গলবার মধ্যরাতে এনআরএস হাসপাতালের নির্মীয়মাণ বিল্ডিংয়ে তাঁদের কয়েকজন ঘোরাঘুরি করছিলেন। সেই সময়েই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শ্রমিকরা। এরপর পরিস্থিতি চরমে উঠলে অভিযুক্ত শ্রমিকরা হাসপাতালেরই ইন্টার্ন ডাক্তারদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকী জুনিয়র ডাক্তারদের কুরুচিকর ভাষায় গালিগালাজও করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপর মঙ্গলবার মধ্যরাতেই এন্টালি থানার দ্বারস্থ হন হাসপাতালের জুনিয়ররা।

অভিযোগ পেয়েই এন্টালি থানার পুলিশকর্মীরা দ্রুত পৌঁছে যান এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে রাতেই একজনকে আটক করা হয়। এরপর পুলিশের কাছে এক মহিলা ইন্টার্ন চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই নতুন নির্মীয়মাণ বিল্ডিংয়ের তিন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

 

 

 

spot_img

Related articles

আর.আই.সি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান উৎসব ২০২৫

রক্তদান (Blood Donation) জীবন দান। সামাজিক এই দায়বদ্ধতাকে পাথেয় করে চিকিৎসক দিবসের (১জুলাই) দিন আই.আর.সি বাজার ব্যবসায়ী সমিতির...

টহলরত পুলিশের গাড়িতে ধাক্কা বেপরোয়া ট্রাকের! মৃত এসআই-সহ ২

জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল কর্তব্যরত দুই পুলিশ কর্মীর। তার মধ্যে একজন মহিষাদল থানার (Mahishadal police...

হিমাচলে মেঘভাঙা বৃষ্টির দোসর হড়পা বান! বাড়ছে নিখোঁজের তালিকা 

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Excessive Rain in Himachal Pradesh)। একদিকে মেঘভাঙা বৃষ্টি অন্যদিকে হড়পা বান (flash Flood),...

কসবা ল’কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

আইন কলেজে (South Calcutta Law College)পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় বুঝে সকালে কসবা ল কলেজে পৌঁছে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University...