Monday, August 25, 2025

বিধুরিতে ‘ধীরে চলো’ নীতি! ডিসেম্বরে BJP সাংসদকে তলব লোকসভার প্রিভিলেজ কমিটির

Date:

Share post:

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ক্ষেত্রে লোকসভার এথিক্স কমিটির ব্যপক তাড়াহুড়ো থাকলেও, বিজেপি সাংসদ রমেশ বিধুরির ক্ষেত্রে ছবিটা কিছুটা ভিন্ন। সংসদে দাঁড়িয়ে বিতর্কিত ভাষণ দেওয়ার অভিযোগে বিজেপি সাংসদ রমেশ বিধুরিকে তলব করল লোকসভার প্রিভিলেজ কমিটি। যদিও এই সাংসদের ক্ষেত্রে বেশ ধীরে চলো নীতি নিয়েছে সংসদীয় কমিটি। আগামী ৭ ডিসেম্বর তলব করা হয়েছে রমেশ বিধুরিকে। ওই একই দিনে মৌখিক সাক্ষ্য দিতে ডাকা হয়েছে বিএসপি সাংসদ দানিশ আলিকে।

সংসদের অধিবেশন চলাকালীন লোকসভায় অশালীন মন্তব্য করেন বিজেপি (BJP) সাংসদ বিধুরি। অভিযোগ, চন্দ্রযান নিয়ে আলোচনার সময় বিএসপি সাংসদ দানিশ আলির (Danish Ali) উদ্দেশে সাম্প্রদায়িক মন্তব্য করেন তিনি। বারবার তাঁকে থামতে বলা হলেও তিনি থামেননি। দানিশ আলিকে ‘আতঙ্কবাদী’ বলেও তোপ দাগেন রমেশ বিধুরি। যার জেরে বিধুরির বিরুদ্ধে ২৩ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেন দানিশ আলি। যার জেরে বিধুরিকে প্রথম তলব করা হয় ১০ অক্টোবর। অর্থাৎ ২ সপ্তাহ সময় দেওয়া হয় তাঁকে। যদিও সেদিন উপস্থিত হননি ওই সাংসদ। কারণ দেখান ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রচারের কাজে ব্যস্ত তিনি। তারপর থেকে টানা দেড়মাস হাত-পা গুটিয়ে বসে ছিল সংসদীয় কমিটি। ভোট প্রক্রিয়া মেটার পর এবার ৭ ডিসেম্বর তলব করা হল রমেশকে।

অর্থাৎ অভিযোগের পর সব মিলিয়ে আড়াই মাস সময় দেওয়া হল বিধুরিকে। ঠিক এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিধুরিকে এত সময় দেওয়া হলেও মহুয়া মৈত্রের ক্ষেত্রে কিন্তু অতি তৎপরতা দেখা গিয়েছে এথিক্স কমিটির। তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ উঠতেই পদক্ষেপ করে কমিটি। হাজিরা দেওয়ার জন্য মহুয়া বাড়তি সময় চাইলেও তা তিনি পাননি। এই ঘটনায় দ্বিচারিতার অভিযোগ উঠছে সংসদের কমিটির বিরুদ্ধে।

 

spot_img

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...