আমেরিকা-কানাডা সীমান্তের (US Canada Border) কাছে ভয়াবহ বিস্ফোরণ (Blast)। বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে দু’জনের। প্রাথমিক তদন্তে মার্কিন প্রশাসনের অনুমান, বিস্ফোরণের পিছনে সন্ত্রাসমূলক কোনও উদ্দেশ্য থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে বিস্ফোরণের পরই সাময়িকভাবে ওই সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার নায়াগ্রা ফলসের কাছে আমেরিকা-কানাডা সীমান্ত রয়েছে, সেখানেই রেনবো ব্রিজে একটি গাড়িতে আচমকাই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে দু’জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পাশাপাশি আচমকা কীভাবে বিস্ফোরণ হল, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিন বিস্ফোরণের কথা জানতে পেরেই উদ্বেগ প্রকাশ করেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল। তিনি জানান, স্টেট পুলিশ ও এফবিআই-র টেররিজম টাস্ক ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে। তারা সমস্ত দিক খতিয়ে দেখছেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িতে দুইজন যাত্রী ছিলেন। সীমান্তের প্রথম চেকপোস্ট পার করে গিয়েছিল ওই গাড়িটি, কিন্তু সন্দেহ হওয়ায় গাড়িটিকে দ্বিতীয়বার পরীক্ষার জন্য দাঁড় করাতে বলা হয়েছিল। সঙ্গে সঙ্গেই গাড়িটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা লাগতেই বিস্ফোরণে উড়ে যায় গাড়িটি।
