Thursday, December 25, 2025

‘দু.র্নীতিগ্রস্ত’ BJP, ‘নরক.ঙ্কাল’ নিয়ে বসে CPM: মেগা বৈঠকে একতিরে বিরোধীদের প্রবল আক্রমণ মমতার

Date:

Share post:

লক্ষ্য লোকসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দলের নেতা-কর্মীদের লড়াইয়ের রূপরেখা স্থির করে দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই মেগা বৈঠক থেকে এক তির বিজেপি-সিপিএমকে (BJP-CPM) প্রবল আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তাঁর কথায় কয়লা-গরু পাচারের টাকা সব যায় বিজেপির ঘরে। আর বাম আমলে নরকঙ্কালের মালা পরে বসেছিল সিপিএম। তাদের মুখে তৃণমূলের সমালোচনা মানায় না।

এরপরেই রাজ্যের নানা প্রান্ত থেকে আসা নেতা-কর্মীদের তৃণমূল সভানেত্রী বলেন, যা বলছি সব লিখে নিল। এলাকায় গিয়ে প্রচারে বলবেন। বিএসএফ, কোল ইন্ডিয়া-সহ এ ধরনের সব সংস্থা কেন্দ্রের অধীন। গরু আসে মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশ থেকে সেখানে কাদের সরকার? বিএসএফ, সিআইএসএফ কার অধীন? প্রশ্ন ছুড়ে দেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়, “গরু কাদের আন্ডারে? বিএসএফ। কাদের অর্গানাইজেশন? কেন্দ্র। গরু পাহারা দেয় কারা? সীমান্ত পাহারা দেয় কারা? বিএসএফ। গরু আসে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে। গাড়ি পাসের সময় তোমরা টাকা খাও না? ল্যাভেঞ্চুস খাও।” কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “কয়লা ধুলেও যাবে না ময়লা। এগুলো কার অধীনে? কেন্দ্র। এগুলো বারবার বলুন। মিথ্যা বারবার বলে সত্যি করা হয়। আমরা সবাই চোর? দুর্নীতি দেখাচ্ছে। আর সেখানে শিখিয়ে টাকা দিয়ে বলা হচ্ছে, বলো তৃণমূল চোর। না বললেই রেড করবে।” দলনেত্রী নির্দেশ দেন এইসব সত্য যেন তৃণমূলের নেতা-কর্মীরা সবার সমানে প্রকাশ করেন।

কতগুলি টিভি চ্যানলে সন্ধে হলেই বলবে তৃণমূল চোর, টাকা দিয়ে কোল বসাবে যাদের কাজ এই সব বলা- তোপ দাগেন মমতা। বিজেপির এজেন্সিরাজ আর রাজনৈতিক ষড়যন্ত্রের জন্যই তৃণমূলের কয়েকজন নেতা-মন্ত্রী জেলে। এরপরেই তৃণমূল সুপ্রিমো বলেন, “আমাদের কয়কজন নেতা জেলে। আপনারা যখন ক্ষমতায় থাকবেন না, তখন কোথায় থাকবেন সেলে!”

নাম না করে শুভেন্দু-সহ গদ্দারদের নিশানা করেন মমতা। বলেন, “গদ্দাররা বলছে ওমুক দিন ওমুক নেতার বাড়িতে যাবে। আর সেদিন ইডি-সিবিআই পৌঁছে যাচ্ছে”। তৃণমূল সুপ্রিমো হুঙ্কার দিয়ে বলেন, ”ওরা আমাদের পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, বালু-সহ ৪ জন বিধায়ককে জেলে ভরে রেখেছে। ভাবছে এই ভাবে সংখ্যাটাকে কমিয়ে দিই। এবার থেকে আমাদেরও সিদ্ধান্ত, চুরির জন্য বদনাম দিয়ে ওরা যদি আমার ৪ জনকে জেলে রাখে আমি তাহলে সিদ্ধান্ত নিচ্ছি তাদের বিরুদ্ধে যা খুনের কেস আছে আমি ৮ জনকে জেলে ভরব।”

 

সিপিএম-কে নিশানা করেন তৃণমূল সভানেত্রী বলেন, ”সিপিএম নরকঙ্কাল নিয়ে বসে থাকত। মুন্ড কেটে মালা পরত। হাত-পা কেটে নিত। ধোপা, নাপিত বন্ধ করত। বাংলার মানুষ ওদে ছুড়ে ফেলেছে। শূন্য আছে শূন্যই থাকবে।”

 

এরপরেই নাম না করে আইএসএফের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, ”সংখ্যালঘুদের কাছে অনুরোধ সতর্ক থাকুন। কয়েকজন ভুঁইফোড় উঠেছে, এদের থেকে সাবধান।”

spot_img

Related articles

প্রয়াত জঙ্গলমহলের ‘মাস্টারমশাই’ উপেন্দ্র কিস্কু

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা উপেন্দ্র কিস্কু (Upendra Kisku)। বুধবার রাতে বাঁকুড়ার (Bankura)...

সুগন্ধি ব্যবহারেও সমান দক্ষ, বুমরাহের অজানা গুণ প্রকাশ্যে আনলেন সতীর্থ

প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাছে ত্রাসের নাম জসপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)।  আগুনে বোলিং করে বিপক্ষ দলের ব্যাটারদের সাজঘরের পথ...

চরিত্র বদল জমায়েতের: স্বাধীনতা সংগ্রাম মনে করিয়ে BNP-কে পথ দেখালেন তারেক

ধর্ম ও জাতি হিংসার পথ থেকে সরে আসতে বাংলাদেশকে কতটা পথ দেখাতে পারবে বিএনপি তা আগামী সময় বলতে...

ঝাড়খণ্ডের সাফল্যে রয়েছে ক্যাপ্টেন কুলের মস্তিস্ক! জানুন নেপথ্যের ঘটনা

কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mushtaq Ali Trophy.) জিতেছে ঝাড়খন্ড(Jharkhand)। ঈশান কিষানের নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স করেছে ঝাড়খণ্ড...