সমকামী বিয়েকে (Same sex marriage) স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছিল গত ১৭ অক্টোবর। সমলিঙ্গের (Homosexual) মানুষ ভালবাসার সম্পর্কে চাইলে একসঙ্গে থাকতে পারেন, কিন্তু তাই বলে বিয়েকে আইনি বৈধতা দেওয়া নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়। সেক্ষেত্রে সংবিধান বদল করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এবার সেই রায়েরই পুনর্বিবেচনার আবেদনকে সম্মতি জানিয়েছে শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, এস রবীন্দ্র ভাট, হিমা কোহলি এবং পিএস নরসিমার একটি সাংবিধানিক বেঞ্চ গত ১৭ অক্টোবর সমকামী বিয়েকে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল। সেখানে বলা হয় শুধুমাত্র সংসদ এবং রাজ্য বিধানসভাগুলি তাদের বৈবাহিক সম্পর্ককে বৈধতা দিতে পারে। আজ সিনিয়র আইনজীবী মুকুল রোহতগি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সামনে বিষয়টি উল্লেখ করে, পর্যালোচনা পিটিশনটি বিবেচনার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন। এই সময় মূল মামলায় হাজির ছিলেন যে আইনজীবীরা তাঁরাও উপস্থিত ছিলেন কক্ষে। রোহতগি বলেন, উন্মুক্ত আদালতে সকলের সামনে এই মামলার শুনানি হোক। আগামী ২৮ নভেম্বর তারিখটিকে এর জন্য অস্থায়ীভাবে তালিকাভুক্ত করা হয়েছে। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের রায়ে (৩-২) সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু উভয় ক্ষেত্রেই দৃষ্টিভঙ্গির বৈষম্যের কথা বলা হয়েছে। বৈষম্য থাকলে তার প্রতিকারও করতে হবে। এই কারণেই আমরা উন্মুক্ত আদালতে শুনানির চাইছি। এরপরই প্রধান বিচারপতি জানান, তিনি রায় পুনর্বিবেচনার আবেদনগুলি পরীক্ষা করছেন এবং উন্মুক্ত আদালতে শুনানির জন্য আইনজীবীদের আবেদন যথাযথভাবে বিবেচনা করা হবে।
