Thursday, August 28, 2025

কলকাতায় পারদ নামল ১৮-এর ঘরে! চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? কী জানাল হাওয়া অফিস

Date:

Share post:

ফের শহরের (Kolkata) রাতের পারদ (Temperature) নামল। বৃহস্পতিবারের পর শুক্রবারও পারদ পতনের ধারা অব্যাহত। এবার কলকাতায় রাতের পারদ নামল ১৮-এর ঘরে। অন্যদিকে, দিনের পারদ ২৭-এর ঘরে নেমেছে বলে খবর। তবে এখনই রাজ্যে পাকাপাকি শীত নয়, শুক্রবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে শীতের অনুকূল পরিস্থিতি গোটা রাজ্যেই। পশ্চিমের জেলায় শীতের (Winter) আমেজ আরও কিছুটা বেশি।

এদিন হাওয়া অফিস জানিয়েছে কলকাতায় আপাতত ১৮ থেকে ২০ এর মধ্যে ঘোরাফেরা করবে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা ২৭ থেকে ৩০ এর মধ্যে ঘোরাফেরা করবে। তবে শীতের এই আমেজ কেবলমাত্র রাতে ও ভোরে বজায় থাকবে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়ার সঙ্গে উষ্ণতা এবং অস্বস্তি বাড়বে। অন্যদিকে, পশ্চিমের জেলায় ১৫ ডিগ্রির নিচে নামবে তাপমাত্রা। আগামী কয়েক দিন পশ্চিমের জেলা গুলিতে ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে রাতের তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গে সব থেকে কম তাপমাত্রা থাকবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ঝাড়গ্রাম এবং বীরভূম জেলাতে।

এদিকে হাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তরবঙ্গে তাপমাত্রার খুব একটা পরিবর্তন না হলেও শীতের আমেজ বজায় থাকবে। তবে আপাতত সেখানে বৃষ্টির সম্ভাবনা নেই। সূত্রের খবর, আন্দামান সাগর ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন, এটি নিম্নচাপে পরিণত হতে পারে। নভেম্বরের শেষ দিকে আরও একটি অর্থাৎ দ্বিতীয় নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে যার অভিমুখ হবে অন্ধ্রপ্রদেশের দিকে। তবে এই জোড়া নিম্নচাপ অন্তত আগামী সাত দিন বাংলার আবহাওয়ায় কোন পরিবর্তন হবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের। বৃহস্পতিবার কলকাতায় রাতের তাপমাত্রা ১৮ দশমিক ৯ ডিগ্রি। যা এখনও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে রাতে জলীয় বাষ্প কমে ৪৬ শতাংশ। দিনের বেলায় তা বেড়ে ৯৫ শতাংশ হয়েছে।

 

 

 

 

spot_img

Related articles

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...