Wednesday, August 27, 2025

শীতের আমেজে শহরে শুরু বাংলার যাত্রা উৎসব!

Date:

Share post:

সকালের কুয়াশা মাখা রোদ আর রাতে হালকা কম্বল গায়ে শিরশিরানি অনুভূতির মাঝে বাঙালির ভাল লাগা তালিকায় জুড়ে গেল আরও এক উৎসব। আজ কলকাতার রবীন্দ্র সদন (Rabindra Sadan, Kolkata)প্রাঙ্গণে একতারা মুক্তমঞ্চে উদ্বোধন হল ২৮ তম যাত্রা উৎসব (Yatra Utsav)’বাংলার জীবন যাত্রা’। আগামী একমাস দুদিন শহরের বিভিন্ন মঞ্চে একাধিক যাত্রা দেখার সুযোগ। এদিন উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ও পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির সভাপতি অরূপ বিশ্বাস (Arup Biswas),সহ সভাপতি ইন্দ্রনীল সেন (Indranil Sen),মন্ত্রী স্বপন দেবনাথ, তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব শান্তনু বসু প্রমুখ।

৩২ দিনে মঞ্চস্থ হবে ৩৪টি পালা। যাত্রাপালা মঞ্চায়নের পাশাপাশি আয়োজিত হয়েছে আলোচনা সভা এবং ‘৫০০ বছর পেরিয়ে বাংলার জয়যাত্রা’ শীর্ষক প্রদর্শনী। আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমি। এদিন অরূপ বিশ্বাস বলেন, ২০১১ সালের আগে পর্যন্ত যাত্রা ধ্বংসস্তুপে পড়ে ছিল। যাত্রার মরাগাঙে বান এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। তিনি শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। পুরস্কার দেওয়া শুরু করেছেন। যাত্রাশিল্পীদের মুখে হাসি ফুটেছে। এই সংস্কৃতি এবার সর্বস্তরে পৌঁছে যাবে। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ও পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির সহ সভাপতি ইন্দ্রনীল সেন বলেন, “বাংলার কালচারাল হাব রবীন্দ্র সদন প্রাঙ্গণ। সেখানে উদ্বোধন হল এই উৎসব। এটা খুব সম্মানের ব্যাপার। আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সহযোগিতায় যাত্রার উত্তোরণ ঘটেছে।”

এদিন শান্তিগোপাল তপনকুমার পুরস্কার প্রদানের পাশাপাশি সঙ্গীতও পরিবেশিত হয়।’আগুনের পরশমণি’ গেয়ে শোনান ইন্দ্রনীল। যাত্রা উৎসব চলবে রবীন্দ্রসদন, একতারা মুক্তমঞ্চ, বারাসাত কাছারি ময়দান, বাগবাজার ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে।


spot_img

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...