Wednesday, January 14, 2026

শীতের আমেজে শহরে শুরু বাংলার যাত্রা উৎসব!

Date:

Share post:

সকালের কুয়াশা মাখা রোদ আর রাতে হালকা কম্বল গায়ে শিরশিরানি অনুভূতির মাঝে বাঙালির ভাল লাগা তালিকায় জুড়ে গেল আরও এক উৎসব। আজ কলকাতার রবীন্দ্র সদন (Rabindra Sadan, Kolkata)প্রাঙ্গণে একতারা মুক্তমঞ্চে উদ্বোধন হল ২৮ তম যাত্রা উৎসব (Yatra Utsav)’বাংলার জীবন যাত্রা’। আগামী একমাস দুদিন শহরের বিভিন্ন মঞ্চে একাধিক যাত্রা দেখার সুযোগ। এদিন উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ও পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির সভাপতি অরূপ বিশ্বাস (Arup Biswas),সহ সভাপতি ইন্দ্রনীল সেন (Indranil Sen),মন্ত্রী স্বপন দেবনাথ, তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব শান্তনু বসু প্রমুখ।

৩২ দিনে মঞ্চস্থ হবে ৩৪টি পালা। যাত্রাপালা মঞ্চায়নের পাশাপাশি আয়োজিত হয়েছে আলোচনা সভা এবং ‘৫০০ বছর পেরিয়ে বাংলার জয়যাত্রা’ শীর্ষক প্রদর্শনী। আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমি। এদিন অরূপ বিশ্বাস বলেন, ২০১১ সালের আগে পর্যন্ত যাত্রা ধ্বংসস্তুপে পড়ে ছিল। যাত্রার মরাগাঙে বান এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। তিনি শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। পুরস্কার দেওয়া শুরু করেছেন। যাত্রাশিল্পীদের মুখে হাসি ফুটেছে। এই সংস্কৃতি এবার সর্বস্তরে পৌঁছে যাবে। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ও পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির সহ সভাপতি ইন্দ্রনীল সেন বলেন, “বাংলার কালচারাল হাব রবীন্দ্র সদন প্রাঙ্গণ। সেখানে উদ্বোধন হল এই উৎসব। এটা খুব সম্মানের ব্যাপার। আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সহযোগিতায় যাত্রার উত্তোরণ ঘটেছে।”

এদিন শান্তিগোপাল তপনকুমার পুরস্কার প্রদানের পাশাপাশি সঙ্গীতও পরিবেশিত হয়।’আগুনের পরশমণি’ গেয়ে শোনান ইন্দ্রনীল। যাত্রা উৎসব চলবে রবীন্দ্রসদন, একতারা মুক্তমঞ্চ, বারাসাত কাছারি ময়দান, বাগবাজার ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে।


spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...