Tuesday, August 26, 2025

জামিন পেলেও ছয় পড়ুয়ার ক্যাম্পাস বা হস্টেলে ঢোকায় নি.ষেধাজ্ঞা যাদবপুর কর্তৃপক্ষের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের হোমিসাইড শাখার অফিসাররা।বর্তমান এবং প্রাক্তনী মিলিয়ে গ্রেফতার করা হয় ওই ৬ জনকে। সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হয় ৯। কারণ এই ঘটনায় তার আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। সারারাত জিজ্ঞাসাবাদ করার পর তাঁদের গ্রেফতার করেন কলকাতা পুলিশের তদন্তকারী অফিসাররা। ধৃত ৬ জনকে আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

শেষ পর্যন্ত ৬ পড়ুয়ার বিরুদ্ধে শাস্তির বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ছয় পড়ুয়াকে আপাতত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সহ হস্টেলে ঢুকতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্তে ৬ পড়ুয়ার শাস্তির কথা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ছাত্র সংসদকে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দীপশেখর দত্ত, মনোতোষ ঘোষ, মোঃ আসিফ আনসারি, অঙ্কন সরকার, সত্যব্রত রায়, মোঃ আরিফ, এই ছয় পড়ুয়ার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই ছয় পড়ুয়া আপাতত বিচার বিভাগীয় তদন্তের জন্য বন্দি। বিশ্ববিদ্যালয়ের তরফে এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্ত তাঁদের বিরুদ্ধে সিদ্ধান্ত এ বার নির্দেশিকা আকারে জারি করা হল।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, জামিন পেলেও এই পড়ুয়ারা ক্যাম্পাস বা হস্টেলে ঢুকতে পারবে না। যতদিন পর্যন্ত এই ঘটনার বিচার হচ্ছে, ততদিন এই দিদ্ধান্ত বহাল থাকবে। আপাতত এই ছয় পড়ুয়া বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার বলা যেতে পারে।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...