Tuesday, August 26, 2025

ঘুচতে চলেছে সিঙ্গল তকমা! সোমেই সাত পাকে বাঁধা পড়ছেন পরম-পিয়া

Date:

Share post:

অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার পাকাপাকি সেই রহস্যের কিনারা হতে চলেছে। সোমবারই সঙ্গীতশিল্পী অনুপম রায়ের (Anupam Roy) প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty) সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা তথা চিত্র পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। হ্যাঁ, আজই সেই মাহেন্দ্রক্ষণ। কিন্তু, এই বিষয়ে কোনও দিনই পরমব্রত বা অনুপম কিংবা পিয়া কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। তবে স্টুডিয়ো পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার পরমব্রত চট্টোপাধ্যায় এবার সিঙ্গল তকমা ঘোচাতে চলেছেন। সোমবার, ২৭ নভেম্বর বান্ধবী পিয়া চক্রবর্তীর সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন।

সূত্রের খবর, একেবারে ঘনিষ্ঠ মহলের কয়েকজনকে নিয়েই বিয়ে সারবেন পরম-পিয়া। তবে এদিন ইন্ডাস্ট্রির কেউই এই বিয়েতে উপস্থিত থাকছেন না। সোমবার সন্ধ্যায় অফিসিয়ালি জীবনের নতুন অধ্যায় শুরুর পরই অনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর দেবেন পরমব্রত-পিয়া। উল্লেখ্য, অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিবাহবিচ্ছেদের সময় উঠে এসেছিল পরমব্রত চট্টোপাধ্যায়েরই নাম। যদিও এই প্রসঙ্গে তিনজনই একেবারে মুখ খুলতে চাননি। তবে ২৭ নভেম্বর সব জল্পনার অবসান ঘটিয়ে চার হাত এক হতে চলেছে টলি ইন্ডাস্ট্রির লাভ বার্ডসের, সূত্র মারফৎ এমনটাই খবর। অন্যদিকে পিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের আগে বিদেশিনী ইকার সঙ্গে দীর্ঘদিন লিভ ইন রিলেশনশিপে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।

তবে এখানেই শেষ নয়, সংগীতশিল্পী অনুপমের সঙ্গে পিয়ার বিচ্ছেদের এক বছর আগে থেকেই পরমব্রতকে মন দিয়েছেন তিনি। তাঁদের প্রেমচর্চা এক সময়ে সংবাদ শিরোনামে উঠে আসে। শুধু তাই নয়, মাঝখানে একবার রটে যায় মুম্বাই গিয়ে নাকি তাঁরা বিয়েও সেরে ফেলেছেন। কিন্তু তা একেবারেই ঠিক নয়। সোমবার সন্ধেয় জীবনের নয়া ইনিংস শুরু করছেন পিয়া ও পরম। এখন বিশ্ব বাংলা সংবাদের তরফে দুজনকেই নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা।

 

 

 

 

spot_img

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...