Friday, August 22, 2025

আজ যুবভারতীতে এএফসি কাপের ম‍্যাচে বাগানের সামনে ওড়িশা

Date:

Share post:

আজ ঘরের মাঠে এএফসি কাপের মাচে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। সামনে ওড়িশা এফসি। এএফসি কাপে পরের রাউন্ডে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে আজ যুবভারতীতে ওড়িশা এফসি-কে হারাতেই হবে জুয়ান ফেরান্দোর দলকে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট আঘাতই চিন্তায় রেখেছে জুয়ান ফেরান্দোর দলকে। চলতি মরশুমে দুর্দান্ত ছন্দে থাকা অস্ট্রেলীয় তারকা দিমিত্রি পেত্রাতোসকে এই ম্যাচেও পাবে না মোহনবাগান।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আগের বসুন্ধরা ম্যাচেও খেলতে পারেননি দিমিত্রি। অনুশীলনে নতুন করে চোট পাওয়ায় ওড়িশার বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না তিনি। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়ে দু’সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন মনবীর সিংও। আনোয়ার আলি, আশিক কুরুনিয়ন আগে থেকেই চোটের কবলে। তবু ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান কোচ জানিয়ে দিলেন, চোট আঘাত নিয়ে তাঁরা উদ্বিগ্ন নন।

জুয়ান বলেছেন, ‘‘চোট সমস্যা থাকবেই। দলে আরও অনেকে আছে। তাদের কাছে সুযোগ দলকে সাহায্য করার। সবার কাঁধেই দায়িত্ব থাকবে নিজেদের কাজটা করার। আশা করি, ম্যাচ জেতাতে তাদের ভূমিকা থাকবে।” প্রথম পর্বে ওড়িশাকে চার গোলে হারিয়েছিল জুয়ানের দল। এবার ঘরের মাঠে কি আরও সহজ হবে ম্যাচ? জুয়ান বলেন, “আগের ম্যাচ অতীত। আমি বর্তমান নিয়ে ভাবি। ওরা দলে অনেক বদল করেছে। খেলার সিস্টেম বদলেছে। কঠিন ম্যাচ হবে। শেষ পাঁচ ম্যাচে ওরা ভাল ফুটবল খেলেছে। তবে আমাদের কাছে তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ। ম্যাচ জেতার জন্য যা দরকার, সেটা আমাদের করতে হবে।” দিমিত্রি না থাকায় গোলের জন্য যাঁর দিকে তাকিয়ে থাকবে মোহনবাগান, সেই অস্ট্রেলীয় বিশ্বকাপার জেসন কামিন্স বলেছেন, “আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছে যারা চাপ সামলাতে পারে। আমি আশাবাদী, ম্যাচ জিতেই মাঠ ছাড়ব।

‘ডি’ গ্রুপে মোহনবাগান ও বসুন্ধরা কিংস— দুই দলেরই ৪ ম্যাচে পয়েন্ট ৭। সমসংখ্যক ম্যাচে ওড়িশার ৬ পয়েন্ট। ৩ পয়েন্টে থাকা মাজিয়া স্পোর্টস আগেই ছিটকে গিয়েছে। বাকি তিনটি দলের কাছেই সুযোগ রয়েছে পরের পর্বে যাওয়ার। প্রত্যেকের দু’টি করে ম্যাচ বাকি। গ্রুপ সেরা দল সরাসরি উঠবে। বাকি গ্রুপ মিলিয়ে দ্বিতীয় সেরা দলের কাছেও পরের পর্বে যাওয়ার সুযোগ থাকছে। বসুন্ধরা আজ নিজেদের মাঠে খেলবে মাজিয়ার বিরুদ্ধে।

আরও পড়ুন:হার্দিক সরতেই গুজরাতে নতুন অধিনায়ক হলেন শুভমন, দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় এই তরুণ ক্রিকেটার

spot_img

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...