Friday, August 22, 2025

উত্তরকাশীর দুর্ঘ*টনার দা*য় বিজেপির, তো*প দাগল তৃণমূল

Date:

Share post:

চাঁদের মাটিতে পা রেখেছে ভারত কিন্তু উত্তরাখণ্ডের উত্তরকাশীর টানেলে (Uttarkashi under construction Tunnel rescue work) আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এক বা দুদিন নয় টানা ১৭ দিন ধরে টানেলে আটকে থাকার পর আজ বিকেলে জানানো হয় যে উদ্ধারকারীরা শ্রমিকদের কাছে পৌঁছতে পেরেছেন। যদিও বিকেল ৪ টে পর্যন্ত কাউকে টানেলের বাইরে নিয়ে আসা সম্ভব হয়নি বলেই খবর। এই পরিস্থিতিতে বিজেপিকে (BJP)দায়ী করে তোপ দেগেছে তৃণমূল (TMC)। ঘাসফুল শিবির বলছে, বিজেপির ভুল সিদ্ধান্তের কারণেই আজ ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন শ্রমিকরা। এক্স হ্যান্ডেলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে লেখা হয়,’উত্তরকাশীতে সুড়ঙ্গ বিপর্যয়ের জন্য দায়ী বিজেপিই। অবৈজ্ঞানিক পদ্ধতিতে সুড়ঙ্গ খোঁড়ার পরিকল্পনা হয়েছে, দূরদর্শিতার অভাবও ছিল এই প্রকল্পে। হিমালয় পর্বতমালায় আদৌ এই ধরণের কাজ চালানো সম্ভব কিনা, সেই বিষয়টিও একেবারেই ভেবে দেখা হয়নি। নিজেদের লাভ বাড়ানোর জন্য শ্রমিকদের প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থাও ছিল না।’

উত্তরকাশীর (Uttar Kashi) সিল্কিয়ারা টানেলে একের পর এক পদ্ধতি অবলম্বন করেও শ্রমিক উদ্ধারে গতি আনতে ব্যর্থ প্রশাসন। প্রতিদিনই বাড়তে থাকে আশা, আজ বুঝি উদ্ধারকাজ সম্পন্ন হবে। কিন্তু এই করতে করতে ১৬ দিন পেরিয়ে গেল। আজ ১৭ তম দিন। দিনের আলো থাকতে থাকতে কি বাইরে আসতে পারবেন শ্রমিকরা? কেন রেসকিউ অপারেশনে এত বিলম্ব? মানুষের জীবন নিয়ে কার্যত ছেলেখেলা চলছে। কেন পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে এমন টানেল করার সিদ্ধান্ত নেওয়া হল? তৃণমূলের প্রশ্ন, আর্থিক লাভের জন্য সাধারণ মানুষকে আর কতদিন এইভাবে বলি দেওয়া হবে? কখনও অগার মেশিন আবার কখনও ম্যানুয়াল ড্রিলিংয়ের মাধ্যমে সুড়ঙ্গ কেটে এগোতে হচ্ছিল উদ্ধারকারীদের। আর কিছু সময়ের অপেক্ষা , তারপরই বাইরে আসবেন তাঁরা। কিন্তু এই দুর্ঘটনার দায় কি অস্বীকার করতে পারে বিজেপি? তৃণমূলের প্রশ্নে নিরুত্তর গেরুয়া শিবির।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...