Monday, November 10, 2025

উত্তরকাশীর দুর্ঘ*টনার দা*য় বিজেপির, তো*প দাগল তৃণমূল

Date:

Share post:

চাঁদের মাটিতে পা রেখেছে ভারত কিন্তু উত্তরাখণ্ডের উত্তরকাশীর টানেলে (Uttarkashi under construction Tunnel rescue work) আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এক বা দুদিন নয় টানা ১৭ দিন ধরে টানেলে আটকে থাকার পর আজ বিকেলে জানানো হয় যে উদ্ধারকারীরা শ্রমিকদের কাছে পৌঁছতে পেরেছেন। যদিও বিকেল ৪ টে পর্যন্ত কাউকে টানেলের বাইরে নিয়ে আসা সম্ভব হয়নি বলেই খবর। এই পরিস্থিতিতে বিজেপিকে (BJP)দায়ী করে তোপ দেগেছে তৃণমূল (TMC)। ঘাসফুল শিবির বলছে, বিজেপির ভুল সিদ্ধান্তের কারণেই আজ ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন শ্রমিকরা। এক্স হ্যান্ডেলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে লেখা হয়,’উত্তরকাশীতে সুড়ঙ্গ বিপর্যয়ের জন্য দায়ী বিজেপিই। অবৈজ্ঞানিক পদ্ধতিতে সুড়ঙ্গ খোঁড়ার পরিকল্পনা হয়েছে, দূরদর্শিতার অভাবও ছিল এই প্রকল্পে। হিমালয় পর্বতমালায় আদৌ এই ধরণের কাজ চালানো সম্ভব কিনা, সেই বিষয়টিও একেবারেই ভেবে দেখা হয়নি। নিজেদের লাভ বাড়ানোর জন্য শ্রমিকদের প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থাও ছিল না।’

উত্তরকাশীর (Uttar Kashi) সিল্কিয়ারা টানেলে একের পর এক পদ্ধতি অবলম্বন করেও শ্রমিক উদ্ধারে গতি আনতে ব্যর্থ প্রশাসন। প্রতিদিনই বাড়তে থাকে আশা, আজ বুঝি উদ্ধারকাজ সম্পন্ন হবে। কিন্তু এই করতে করতে ১৬ দিন পেরিয়ে গেল। আজ ১৭ তম দিন। দিনের আলো থাকতে থাকতে কি বাইরে আসতে পারবেন শ্রমিকরা? কেন রেসকিউ অপারেশনে এত বিলম্ব? মানুষের জীবন নিয়ে কার্যত ছেলেখেলা চলছে। কেন পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে এমন টানেল করার সিদ্ধান্ত নেওয়া হল? তৃণমূলের প্রশ্ন, আর্থিক লাভের জন্য সাধারণ মানুষকে আর কতদিন এইভাবে বলি দেওয়া হবে? কখনও অগার মেশিন আবার কখনও ম্যানুয়াল ড্রিলিংয়ের মাধ্যমে সুড়ঙ্গ কেটে এগোতে হচ্ছিল উদ্ধারকারীদের। আর কিছু সময়ের অপেক্ষা , তারপরই বাইরে আসবেন তাঁরা। কিন্তু এই দুর্ঘটনার দায় কি অস্বীকার করতে পারে বিজেপি? তৃণমূলের প্রশ্নে নিরুত্তর গেরুয়া শিবির।

spot_img

Related articles

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ না কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...