Tuesday, August 26, 2025

বিধানসভায় পাশ হয়ে গেল মন্ত্রীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল

Date:

Share post:

বিধানসভায় পাশ হয়ে গেল মন্ত্রীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল।যদিও বর্ধিত বেতন নিয়ে আপত্তি ছিল বিরোধীদের। তবে বিরোধীদের আপত্তি থাকলেও উপায় নেই। বেতন সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে, এমনটাই জানা গিয়েছে।

এছাড়া প্রতিমন্ত্রীদের বেতন ১০ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ হাজার ৯০০ টাকা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৫১ হাজার টাকা। আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পরই বিরোধীদের সমালোচনার মুখে পড়ে শাসক দল। যদিও আগেই সেই সমালোচনার জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”আমার কাছে দিনের পর দিন বিধায়কদের তরফে তাদের কম বেতনের কথা বলে আসছিল। আর যাদের পকেট ভর্তি, কোটি টাকার এমএলএ, তাদের না হয় প্রয়োজন নেই। আমার অনেক বিধায়ক আছে যারা চাষ করে।”

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীকে এই বিলের আওতা থেকে বাদ রাখা হয়েছে।এক তুলনামূলক পরিসংখ্যান দিয়ে অর্থ মন্ত্রী বলেন, বেতন বাড়ানোর পরেও অন্যান্য রাজ্য থেকে এখানকার মন্ত্রীরা অনেক কম পাবেন।তিনি আরও বলেন, যার ইচ্ছে হবে তিনি বাড়তি বেতন নেবেন।তবে সরকারের কাছে সব রেকর্ডই থাকবে। এর আগে বিলটি আলোচনার সময় বিজেপির পক্ষ থেকে মনোজ টিজ্ঞা এলাকা উন্নয়ন ফান্ডের টাকা বারবার দাবি জানান। বিজেপি সদস্য অশোক লাহিড়ী অবশ্য বিল নিয়ে কোনো আলোচনায় না গিয়ে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন।

অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বর্ধিত বেতন তিনি সংগ্রামী যৌথ মঞ্চকে দেবেন তাঁদের সুপ্রিম কোর্টের আইনি লড়াইয়ের জন্য। বিজেপির বক্তব্য, বিলে বিরোধী দলনেতাকে ‘অপশনাল’ রাখা হয়নি।

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...