পুত্র সন্তানের পর এবার কন্যা সন্তানের জননী হলেন রাজ পত্নী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Raj Chakraborty and Shubhashree Ganguly)। চলতি বছরের জুন মাসে দ্বিতীয় সন্তান আসার সুখবর সকলকে জানান রাজ এবং শুভশ্রী। দুজনেই ইউভানকে উপহার দিতে চেয়েছিলেন। রাজ বরাবরই কন্যা সন্তান চেয়েছিলেন। শুভশ্রী প্রকাশ্যে বলেছেন যে তাঁরা সবসময় দু’টি সন্তান চেয়ে এসেছেন।অবশেষে আজ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্যোশাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী নিজেই।

রাজ শুভশ্রীর প্রথম সন্তান ইউভান ছোট থেকেই নজর কেড়েছে। তাঁর বেড়ে ওঠার সব মুহূর্তই সমাজ মাধ্যমে ভাগ করেছেন সেলেব দম্পতি। তবে দ্বিতীয় সন্তানকে কি সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবেন অন্যান্য তারকাদের মতো? এ প্রশ্নের উত্তর ভেবে উঠতে পারেননি রাজ। কন্যা সন্তানের বাবা হওয়ায় আপাতত আনন্দের স্বর্গে রয়েছেন তিনি। সুস্থ আছেন অভিনেত্রী।
