Tuesday, August 26, 2025

তৃণমূল করেন বলেই সিবিআই হেনস্থা! তল্লাশির শেষে প্রতিহিংসার তত্ত্ব দেবরাজের মুখে

Date:

Share post:

ধর্মতলায় শাহি সভার পরদিনই ফের কোমড় বেঁধে মাঠে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার সাত সকালে বিধাননগর পুরসভার মেয়র পারিষদ সদস্য দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দেন সিবিআইয়ের একটি টিম। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও।

সকাল ৮ টা থেকে প্রায় চার ঘণ্টা ধরে তেঘরিয়ায় দেবরাজের বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে নিয়ে সেখান থেকে বেরিয়ে দমদম পার্কে আরও একটি রেসিডেন্সিয়াল ফ্ল্যাটে পৌঁছায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা। এখানেই শেষ নয় দেবরাজ চক্রবর্তীর বিধায়ক-স্ত্রী তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির গানের স্কুলেও পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। দমদম পার্কের বালাজি অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে অদিতির একটি গানের স্কুল ও স্টুডিও রয়েছে। সেখানেই তল্লাশির জন্য যায় সিবিআই টিম।

সবমিলিয়ে প্রায় ৬ ঘণ্টা পর দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। এজেন্সি বেরিয়ে যেতে হাসিমুখে অপেক্ষারত সাংবাদিকদের সামনে আসেন দেবরাজ। তাঁর অভিযোগ, তৃণমূল করেন বলেই সিবিআই দিয়ে এই হেনস্থা। অর্থাৎ দেবরাজও তাঁর বাড়িতে তল্লাশি নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খাড়া করেন।

দেবরাজের কথায়, “সকাল ৮টায় বাড়িতে আসে সিবিআই। আমি ছিলাম না। মা ফোন করেন। প্রতিনিধি দলে ছিলেন সাতজন। সার্চ ওয়ারেন্ট ছিল। সার্চ করেছেন প্রতিটি ফ্লোর। উপযুক্ত প্রমাণ পাননি। আমার, আমার পরিবার, সংস্থার আয় সংক্রান্ত তথ্য নেয়। নিয়োগ দুর্নীতির তদন্তে এসেছিলেন। আমার দুটি বাড়িতে তল্লাশি চলে। আমি বলেছি আগামিদিনেও তদন্তে সহযোগিতার প্রয়োজন হলে করব। কিছু নথিপত্র স্ক্রুটিনির জন্য নিয়ে গিয়েছে। সার্চ লিস্ট দিয়ে গিয়েছে।”

এরপর আত্মবিশ্বাসের তৃণমূল কাউন্সিলর বলেন, “প্রাথমিক নিয়োগ সম্পর্কিত কোনও নথি আমার কাছে পায়নি। পাওয়ার কথাও নয়। আমি এবং আর যাঁদের বাড়িতে সিবিআই, ইডি তল্লাশি করছে, সকলের একটাই দোষ, আমরা সবাই তৃণমূল করি। আমরা গর্বিত তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে।”

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...