Wednesday, January 14, 2026

বিজেপি বিধায়কের স.মস্যা মেটালেন ইন্দ্রনীল, চপ খাওয়ার আমন্ত্রণ নীলাদ্রিশেখরের! 

Date:

Share post:

বিধানসভায় রাজনৈতিক শিষ্টাচার। বিজেপি বিধায়কের সমস্যা মেটালেন তৃণমূলের (TMC ) মন্ত্রী বিধায়ক ইন্দ্রনীল সেন (Indranil Sen)। নিজের দফতর না হওয়ার সত্ত্বেও বিরোধী দলের বিধায়ককে সাহায্য করতে যেভাবে এগিয়ে গেলেন তাতে খুশি গেরুয়া দলের বিধায়ক নেতা নীলাদ্রিশেখর দানা (Niladri Shekhar Dana)। পাল্টা চপ খাওয়া দাওয়ার আমন্ত্রণ পাঠালেন ঘাসফুল শিবিরে(TMC)।

বুধবার বিধানসভার অধিবেশন (Assembly Session) চলার সময় প্রশ্নোত্তর পর্বে বাঁকুড়ার মুকুটমণিপুরে একাধিক টোল প্লাজার সমস্যার কথা তুলে ধরেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। পর্যটকদের সমস্যা মেটানোর জন্য মন্ত্রী ইন্দ্রনীল সেনের কাছে অনুরোধ জানান নীলাদ্রিশেখর দানা। পর্যটনমন্ত্রী জানিয়ে দেন, টোল আদায়ের বিষয়টি পরিবহণ দফতরের অধীনে পড়ে৷ তবুও যেহেতু পর্যটকদের বিষয় সেখানে জড়িত রয়েছে, তা নিয়ে তিনি কথা বলবেন৷ এর পরই বিজেপির বিধায়কের কাছে চপ খাওয়ার আবদার জানান মন্ত্রী৷ সেই সুরে সুর মিলিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে শোভন দেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাসরাও একই আবদার করেন বিজেপির বিধায়কের কাছে৷ বিজেপির বিধায়কও সবাইকে বাঁকুড়ায় আসার আমন্ত্রণ জানান৷ এ যেন এক অন্য ছবি বিধানসভায়। পরে নীলাদ্রিশেখর দানা জানান, বাঁকুড়ায় মানুষ চপ, মুড়ি খেতে খুবই ভালবাসে৷ সারাদিনে একবার এই খাদ্য না খেলে তাঁদের খাদ্য তালিকা অসম্পূর্ণ থেকে যায়৷ একইসঙ্গে পোস্ত এবং বিউলির ডাল খেতেও বাঁকুড়ার মানুষ ভালোবাসে। আমি নিজে রান্না করতে বেশ ভালোবাসি৷ তৃণমূলের বিধায়করা এলে খুব ভালোভাবেই রান্না করে তাঁদের খাওয়ানো যাবে। যেভাবে একদিকে বিধানসভা তে তৃণমূল বনাম বিজেপির লড়াই চলছে সেখানে এহেন রাজনৈতিক শিষ্টাচারে মুগ্ধ দুই দলের সমর্থকরাই।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...