দিল্লি দখলের সেমিফাইনাল, এক্সিট পোলের রিপোর্টে স্ব.স্তিতে মমতা!

তিন রাজ্যে মহিলা ভোটারদের ‘নির্ণায়ক’ ভূমিকার কথা এক্সিট পোলে উঠে এসেছে। যেটা কোথাও গিয়ে লক্ষ্মীর ভান্ডারকে অনুকরণ করার সুফল বলে মনে করা হচ্ছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মিজ়োরামের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি মোদি শিবির। দিনের শেষে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের অধিকাংশ বুথফেরত সমীক্ষার পূর্বাভাস দেখে কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এক্সিট পোল ১০০ শতাংশ যে মিলে যাবে এমন কোনও কথা নেই। তবে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে বিজেপির জোরদার লড়াইয়ের ইঙ্গিত মিলেছে রাজনৈতিক বিশ্লেষণে। এখানেই কি লাভ তৃণমূল সরকারের?

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের অধিকাংশ বুথফেরত সমীক্ষার পূর্বাভাস দেখে বেশ কিছু জায়গায় কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। কংগ্রেসের দখলে থাকা ছত্তিশগড় এবং রাজস্থানের পাশাপাশি তেলেঙ্গানাতেও এ বার ধাক্কা খেতে পারে ভারতীয় জনতা পার্টি। হিন্দি বলয়ের তিন রাজ্যে মহিলা ভোটারদের ‘নির্ণায়ক’ ভূমিকার কথা এক্সিট পোলে উঠে এসেছে। যেটা কোথাও গিয়ে লক্ষ্মীর ভান্ডারকে অনুকরণ করার সুফল বলে মনে করা হচ্ছে। যদি তেমনটা হয় তাহলে বাংলার নীল বাড়ির লড়াইয়ে ব্যাপক সাফল্যে জেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেটা সুসংবাদ। লক্ষীর ভান্ডারে ভাবনা যে তাঁরই মস্তিষ্কপ্রসূত।

বৃহস্পতিবার বুথ ফেরত সমীক্ষার যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। Dainik Bhaskar-এর রিপোর্ট বলছে, কংগ্রেস পেতে পারে ১০৫- ১২০ টি আসন। বিজেপি ৯৫-১১৫ টি। অন্যান্য ০-১৫ টি। Jan Ki Bat-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ৯-১০৭ টি আসন। বিজেপি ১১৮-১৩০ টি। অন্যান্য ০-৫ টি। TV9-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ১১১-১২১ টি আসন। বিজেপি ১০৬-১১৬ টি। অন্যান্য ০-৬ টি। Republic TV-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ৯৭-১০৮ টি আসন। বিজেপি ১১৮-১৩০ টি। অন্যান্য ০-৬ টি। ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় রাজ্যে ম্যাজিক ফিগার ৪৬। সেখানে এবিপি নিউজ-সি ভোটার বলছে, ছত্তিশগড়ের ৯০ আসনের মধ্যে বিজেপি (BJP) পাবে ৩৬-৪৮টি আসন। কংগ্রেস ৪১-৫৩টি আসন। অন্যান্য দলগুলি ০ থেকে ৮টি আসনে জিততে পারে। পাশাপাশি নিউজ ২৪-টুডেজ চাণক্যের সমীক্ষা অবশ্য বলছে বিজেপি ৩৩টি ও কংগ্রেস ৫৭টি আসন পাবে। অন্যান্যরা কোনও আসনই পাবে না। ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র দাবি, বিজেপি (BJP) পাবে ৪০-৫০টি আসন। কংগ্রেস ৩৬-৪৬টি আসন। অন্যান্য দলগুলি ১ থেকে ৫টি আসনে জিততে পারে। এছাড়াও ‘জন কি বাত’-এর দাবি, বিজেপি (BJP) পাবে ৪২-৫৩টি আসন। কংগ্রেস ৩৪-৪৫টি আসন। অন্যান্য দলগুলি কোনও আসন পাবে না। রাজস্থানের বুথ ফেরত সমীক্ষা বলছে, মরুরাজ্য জুড়ে এবার হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে। ১৯৯ আসনের রাজস্থানে ম্যাজিক ফিগার ১০০। যেখানে Dainik Bhaskar-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ১০৫- ১২০ টি আসন। বিজেপি ৯৫-১১৫ টি। অন্যান্য ০-১৫ টি। Axis My India-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ৮৬- ১০৬ টি আসন। বিজেপি ৮০-১০০ টি। বিএসপি ১-২ টি। Jan Ki Bat-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ৯-১০৭ টি আসন। বিজেপি ১১৮-১৩০ টি। অন্যান্য ০-৫ টি। ABP-C Voters-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ৭১-৯১ টি আসন। বিজেপি ৯৪-১১৪ টি। বিএসপি ০-৫ টি। অন্যান্য ৯-১৯ টি। TV9- কংগ্রেস পেতে পারে ১১১-১২১ টি আসন। বিজেপি ১০৬-১১৬ টি। অন্যান্য ০-৬ টি।

তেলেঙ্গানা রাজ্যে এবার ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনার বার্তা দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা। সেক্ষেত্রে এই রাজ্যে ‘কিংমেকার’ হতে পারেন আসাদুদ্দিন ওয়েইসির মিম দল। এখানে বুথ ফেরত সমীক্ষায় Times Now-এর রিপোর্ট বলছে বিআরএস পেতে পারে ৪০-৫৫ টি। বিজেপি পেতে পারে ৭-১৩ টি। কংগ্রেস ৪৮-৬৪ টি। অন্যান্য ৪-৭ টি। India TV-এর রিপোর্ট বলছে বিআরএস পেতে পারে ৩১-৪৭ টি। বিজেপি পেতে পারে ২-৪ টি। কংগ্রেস ৬৩-৭৯ টি। অন্যান্য ৫-৩ টি। TV9-এর রিপোর্ট বলছে বিআরএস পেতে পারে ৪৮-৫৮ টি। বিজেপি পেতে পারে ৫-১০ টি। কংগ্রেস ৪৯-৫৯ টি। অন্যান্য ৬-৮ টি। Republic TV-এর রিপোর্ট বলছে বিআরএস পেতে পারে ৪৮-৫৮ টি। বিজেপি পেতে পারে ৪-১০ টি। কংগ্রেস ৫৮-৬৮ টি। অন্যান্য ৫-৭ টি।৪০ আসন বিশিষ্ট মিজোরামে এবার ক্ষমতায় ফিরছে সেই মিজো ন্যাশনাল ফ্রন্ট (MNF)। তবে, ক্ষমতাসীন দলকে জোর টক্কর জোরাম পিপলস মুভমেন্টের। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, Jan Ki Bat-এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১০-১৪টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ১৫ থেকে ২৫ আসন, কংগ্রেস পাবে ৫-৯টি আসন, বিজেপি ২টি পেতে পারে। ABP-C Voters-এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১৫-২৫টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ১২-১৮ আসন, কংগ্রেস পাবে ২-৮টি আসন, বিজেপি কোনও আসন পাবে না। Martiz -এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১৭-২২টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ৭-১২ আসন, কংগ্রেস পাবে ৭-১০টি আসন, বিজেপি কোনও আসন পাবে না। অন্যান্যদল ২টি আসন পেতে পারে। CNX-এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১৪-১৮টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ১২-১৬ আসন, কংগ্রেস পাবে ৮-১০টি আসন, বিজেপি ২টি আসন পেতে পারে।

লোকসভা নির্বাচনের আগে এই চার রাজ্যে বিজেপির গেরুয়া শিবিরের ফলের উপর নিঃসন্দেহে লোকসভা নির্বাচনের প্রস্তুতির অনেকটাই নির্ভর করবে। সে ক্ষেত্রে বিজেপির ভরাডুবিতে আসন্ন লড়াইয়ে ইন্ডিয়া জোট যে বাড়তি অক্সিজেন পাবে তা বলাই বাহুল্য।

Previous articleবিজেপি বিধায়কের স.মস্যা মেটালেন ইন্দ্রনীল, চপ খাওয়ার আমন্ত্রণ নীলাদ্রিশেখরের! 
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ