ভোটার তালিকা নিয়ে বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিয়ে বিশেষ অভিযান চালাচ্ছে নির্বাচন কমিশন। এ জন্য ভোটার তালিকা সংশোধনের চলতি প্রক্রিয়ায় রাজ্য নির্বাচন দফতরের কর্তা ব্যক্তিরা জেলায় জেলায় ঘুরে নজরদারি শুরু করেছেন। ইতিমধ্যে মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব স্বয়ং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে তালিকা সংশোধনের কাজ যাচাই করে এসেছেন বলে জানা গেছে।

রবিবার উত্তরবঙ্গে যাচ্ছেন সিইও অফিসের অন্যান্য আধিকারিকরা। আগেই জানানো হয়েছে যে পয়লা নভেম্বর থেকে তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। ৯ ই ডিসেম্বর পর্যন্ত তালিকা সংশোধন প্রক্রিয়ায় আবেদনপত্র গ্রহণ করা হবে।তার আগে শনিবার ও রবিবার প্রতিটি বুথে বিশেষ শিবির খোলা হয়েছে।সেখানেই আবেদন পত্র জমা দেয়া যাবে। অন্যথায় অনলাইনেও জমা দেওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন- সম্পূর্ণ তৈরি বিধানসভার নিজস্ব সংগ্রহশালা, সোমবারই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
