সম্পূর্ণ তৈরি বিধানসভার নিজস্ব সংগ্রহশালা, সোমবারই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

এবার নিজস্ব সংগ্রহশালা পাচ্ছে রাজ্য বিধানসভা। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার সংগ্রহশালার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নতুন স্মারক ভবন পেয়েছে রাজ্য বিধানসভা। গত বছরই মুখ্যমন্ত্রী ওই ভবনের দ্বারোদ্ঘাটন করেছেন। সেখানেই গড়ে উঠেছে এই সংগ্রহশালা। সুসজ্জিতভাবে এই সংগ্রহশালায় রাজ্যের গৌরবময় ইতিহাস, স্বাধীনতার আন্দোলন থেকে নবজাগরন। শিল্প,সংস্কৃতি থেকে রাজনৈতিক বিবর্তনের ইতিহাস সবই তুলে ধরা হয়েছে। বাংলার মণীষীদের জীবনী যেমন স্থান পেয়েছে তেমনি স্থান পেয়েছে রাজ্যের সব কটি সাধারন নির্বাচনের ইতিহাস। নেতাজি, গান্ধীজির পাশাপশি বিধান চন্দ্র রায়ের মোমের মূর্তিও স্থান পেয়েছে।

পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন ১৯৫২ সাল থেকে সর্বশেষ ২০২১ সালের সর্বশেষ বিধানসভা নির্বাচনে রাজনৈতিক উত্থানপতনের বিস্তারিত বিবরণ থাকছে। রয়েছে স্বাধীনতার আগে ও স্বাধীনতার পরবর্তী সময়ে সরকার গঠনের যাবতীয় তথ্য। সংগ্রহশালায় ‘রাজ্যের অভিভাবক’ শীর্ষক একটি প্রদর্শনী রয়েছে। তাতে এরাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিধানসভার স্পিকারদের ছবি ও কর্মজীবন সংক্রান্ত একটি বিস্তারিত ক্রমতালিকা থাকছে। ভারতীয় সংবিধানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সংগ্রহশালায়।রাজ্য বিধানসভার ইতিহাসে বিধানসভা গঠন এবং এখানে ইতিহাসিক যেসমস্ত আইন প্রণয়ন হয়েছে, তার বিস্তারিত তথ্যও তারিখ সহ লিপিবদ্ধ থাকছে। বাংলার মুখ্যমন্ত্রীদের ছবি রয়েছে একটি কোলাজে। তাতে প্রাক্তন-বর্তমান সব মুখ্যমন্ত্রী ও দলীয় পতাকার ছবি রয়েছে এক ফ্রেমে। তাতে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি যেমন রয়েছে, তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়ার ছবিও প্রকাশ করা হয়েছে। সংগ্রহ শালা ছাড়াও নবনির্মিত প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনে ৪৫০ আসনের ২টি অডিটোরিয়াম, কনফারেন্স হল, মিটিং রুম রয়েছে। এই ভবনটি তৈরি করতে প্রায় ২৫ কোটি টাকা খরচ হয়েছে।

আরও পড়ুন- আ.দিবাসী দ.লিতদের অ.পমান এবং রাজ্যকে ব.ঞ্চনার প্রতিবাদে রাজাবাজারে তৃণমূলের নি.শানায় বিজেপি

Previous articleআ.দিবাসী দ.লিতদের অ.পমান এবং রাজ্যকে ব.ঞ্চনার প্রতিবাদে রাজাবাজারে তৃণমূলের নি.শানায় বিজেপি
Next articleবিরোধীদের অ.ভিযোগকে গুরুত্ব দিয়ে ভোটার তালিকা নিয়ে বিশেষ অভিযান কমিশনের