Monday, August 25, 2025

‘ভারতের বিরুদ্ধে বাজবল ক্রিকেটই খেলবে ইংল‍্যান্ড’: ম্যাককুলাম

Date:

Share post:

আগামী জানুয়ারি মাসে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল। আর এই ম‍্যাচ নিয়ে ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ ব্র‍্যান্ডন ম্যাককুলাম জানিয়েছেন যে, ভারতের বিরুদ্ধে আসন্ন ৫ ম্যাচের টেস্ট সিরিজ তাঁর দলের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে।  ভারতের বিরুদ্ধে বাজবল ক্রিকেটই খেলবে টিম ইংল‍্যান্ড। ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হতে চলেছে। এরপর বাকি ৪টি টেস্ট ম্যাচ বিশাখাপত্তনম, রাজকোট, রাঁচি এবং ধর্মশালায় হতে চলেছে।

 

এই নিয়ে ম‍্যাককুলাম বলেন,” ভারতীয় দলের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ অত্যন্ত কঠিন হতে চলেছে। ভারত বেশ শক্তিশালী দল। আমাদের পাঁচটা টেস্ট খেলতে হবে। ওদের বিরুদ্ধে আমাদের কঠিন পরীক্ষা। আমি অবশ্য ভারত সফর নিয়ে দারুণ উত্তেজিত। সেরা দলের বিরুদ্ধেই নিজেদের শক্তি সব থেকে ভাল বোঝা যায়। বিশ্বাস করি নিজেদের মাটিতে ভারতই সেরা দল। আমাদের কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে। যদি আমরা সফল হই, তাহলে দুর্দান্ত হবে। না পারলে, আমরা খেলার ধরন নিয়ে আলোচনা হবে। জানি সমালোচনা হবে।”

এরপরই ম‍্যাককুলাম আরও বলেন,”আমরা ক্রিকেট ভালবাসি। সে জন্যই খেলি। আমরা সব থেকে ভাল ক্রিকেটই খেলতে চাই। যতক্ষণ দায়িত্বে থাকব, ততক্ষণ ক্রিকেট উপভোগ করতে চাইব। তার জন্য তো ক্রিকেটজীবনের শেষ পর্যন্ত অপেক্ষা করা যায় না। আমাদের ভাগ্য ভাল, দ্রুত কিছু সাফল্য পেয়েছি। যদিও আমি মনে করি না, সেটাই সব। গত ১৮ মাসে আমাদের কয়েক জন ক্রিকেটার নিজেদের সক্ষমতা অনুযায়ী খেলতে পেরেছে। আগের থেকে অনেক বেশি প্রয়োগ করার সুযোগ পেয়েছে নিজেদের। এক জন নেতার কাজ এটাই। সবার সেরাটা বের করে আনা। অধিকাংশের সেরাটা বের করে আনাই লক্ষ্য থাকে যে কোনও দায়িত্বপ্রাপ্তের।”

আরও পড়ুন:অনন্য সম্মান পেলেন স‍্যর ভিভিয়ান রিচার্ডস

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...