Tuesday, November 11, 2025

‘ভারতের বিরুদ্ধে বাজবল ক্রিকেটই খেলবে ইংল‍্যান্ড’: ম্যাককুলাম

Date:

Share post:

আগামী জানুয়ারি মাসে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল। আর এই ম‍্যাচ নিয়ে ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ ব্র‍্যান্ডন ম্যাককুলাম জানিয়েছেন যে, ভারতের বিরুদ্ধে আসন্ন ৫ ম্যাচের টেস্ট সিরিজ তাঁর দলের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে।  ভারতের বিরুদ্ধে বাজবল ক্রিকেটই খেলবে টিম ইংল‍্যান্ড। ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হতে চলেছে। এরপর বাকি ৪টি টেস্ট ম্যাচ বিশাখাপত্তনম, রাজকোট, রাঁচি এবং ধর্মশালায় হতে চলেছে।

 

এই নিয়ে ম‍্যাককুলাম বলেন,” ভারতীয় দলের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ অত্যন্ত কঠিন হতে চলেছে। ভারত বেশ শক্তিশালী দল। আমাদের পাঁচটা টেস্ট খেলতে হবে। ওদের বিরুদ্ধে আমাদের কঠিন পরীক্ষা। আমি অবশ্য ভারত সফর নিয়ে দারুণ উত্তেজিত। সেরা দলের বিরুদ্ধেই নিজেদের শক্তি সব থেকে ভাল বোঝা যায়। বিশ্বাস করি নিজেদের মাটিতে ভারতই সেরা দল। আমাদের কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে। যদি আমরা সফল হই, তাহলে দুর্দান্ত হবে। না পারলে, আমরা খেলার ধরন নিয়ে আলোচনা হবে। জানি সমালোচনা হবে।”

এরপরই ম‍্যাককুলাম আরও বলেন,”আমরা ক্রিকেট ভালবাসি। সে জন্যই খেলি। আমরা সব থেকে ভাল ক্রিকেটই খেলতে চাই। যতক্ষণ দায়িত্বে থাকব, ততক্ষণ ক্রিকেট উপভোগ করতে চাইব। তার জন্য তো ক্রিকেটজীবনের শেষ পর্যন্ত অপেক্ষা করা যায় না। আমাদের ভাগ্য ভাল, দ্রুত কিছু সাফল্য পেয়েছি। যদিও আমি মনে করি না, সেটাই সব। গত ১৮ মাসে আমাদের কয়েক জন ক্রিকেটার নিজেদের সক্ষমতা অনুযায়ী খেলতে পেরেছে। আগের থেকে অনেক বেশি প্রয়োগ করার সুযোগ পেয়েছে নিজেদের। এক জন নেতার কাজ এটাই। সবার সেরাটা বের করে আনা। অধিকাংশের সেরাটা বের করে আনাই লক্ষ্য থাকে যে কোনও দায়িত্বপ্রাপ্তের।”

আরও পড়ুন:অনন্য সম্মান পেলেন স‍্যর ভিভিয়ান রিচার্ডস

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...