Sunday, August 24, 2025

৭ দিনের মধ্যে ভারতের সংসদে হাম.লা চালানোর হুম.কি খালিস্তা.নি পান্নুনের

Date:

Share post:

বিদেশের মাটিতে বসে ভারত বিরোধী ষড়যন্ত্র খালিস্তানি জঙ্গিদের। এবার সরাসরি ভারতের মাটিতে হামলা চালানোর হুঁশিয়ারি দিল খালিস্তানি জঙ্গি গুরপন্তওয়ান্ত সিং পান্নুন। এক ভিডিও বার্তায় নিষিদ্ধ সংগঠন ‘শিখ ফর জাস্টিস’-এর প্রধান পান্নুন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে ভারতের সংসদে হামলা চালানো হবে। যদিও এই ধরনের হুমকি প্রসঙ্গে কোনও কোনও মন্তব্য করা হয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা বিদেশমন্ত্রকের তরফে।

ওই ভিডিও বার্তায় পান্নুন জানিয়েছে, তাকে হত্যার ছক কষেছিল ভারত। কিন্তু তা ব্যর্থ হয়েছে। সেই হত্যার প্রতিশোধ নিতেই হামলা চালানো হবে বলে দাবি করেছে খলিস্তানি জঙ্গি। সূত্র উদ্ধৃত করে একাধিক রিপোর্টে জানানো হয়েছে ভারত-বিরোধী কার্যকলাপ বৃদ্ধির জন্য পান্নুনকে নির্দেশ দিয়েছে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)। সেইমতো এগিয়ে যাচ্ছে পান্নুন। তবে হামলার জন্য যে দিনটি উল্লেখ করা হয়েছে ২২ বছর আগে সেইদিনেই সংসদে জঙ্গি হামলা চালানো হয়েছিল। ২০০১ সালের ১৩ ডিসেম্বরের ভারতের সংসদ ভবনে চালানো হয়েছিল জঙ্গি হামলা। সেই ঘটনায় মৃত্যুদণ্ড হয়েছিল আফজল গুরুর। নিজের ভিডিয়োয় সেই আফজলের পোস্টার ব্যবহার করেছে পান্নুন। সঙ্গে ভিডিয়োয় লেখা ছিল, ‘দিল্লি বনেগা খলিস্তান।

উল্লেখ্য, সম্প্রতি ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি অফিসের তরফে আদালতে জানানো হয়, খলিস্তানি জঙ্গিকে হত্যার ছক কষেছিলেন এক ভারতীয় আধিকারিক। যিনি অতীতে ভারতের আধা-সামরিক বাহিনী সিআরপিএফে কর্মরত ছিলেন। নিখিল গুপ্তা নামে ভারতীয়কে সেই দায়িত্ব দিয়েছিলেন। পান্নুনকে হত্যার জন্য দু’জনের সঙ্গে আলাপ করেছিলেন নিখিল। যে দু’জনই ‘আন্ডার-কভার এজেন্ট’ ছিলেন বলে দাবি করা হয়েছে। নিখিলের বিরুদ্ধে রুজু হয়েছে ‘খুনের জন্য বরাত দেওয়ার’ ধারায় মামলাও। যদিও এই অভিযোগ পুরোপুরি খারিজ করা হয়েছে ভারতের তরফে। রীতিমতো বিরক্তি প্রকাশ করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, পান্নুনকে হত্যার চেষ্টার অভিযোগে যে ভারতীয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, তাঁর সঙ্গে ভারতীয় আধিকারিকদের যোগসূত্র টেনে আনার বিষয়টা অত্যন্ত উদ্বেগের।

spot_img

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...