Monday, January 12, 2026

প্রকাশ্যে ক্ষমা চান গিরিরাজ, ‘ঠুমকা’ মন্তব্যের প্রতিবাদে রাস্তায় তৃণমূলের মহিলা ব্রিগেড, উত্তাল বিধানসভাও

Date:

Share post:

নেতাজি ইন্ডোরে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে একঝাঁক বলিউড তারকার সঙ্গে তালে তালে পা মিলিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই নাচ নিয়ে অশালীন ও বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার উত্তাল হয়েছে বিধানসভাও। হাজরা মোড়ে পথে নেমে ধিক্কার জানিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস। মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি কেন্দ্রীয় মন্ত্রীর এই কুমন্তব্যের জেরে বৃহস্পতিবার প্রতিবাদ হয়েছে সংসদেও।

কুরুচিকর মন্তব্যের জন্য গিরিরাজ সিংকে ক্ষমা চাওয়ার দাবিতে এদিন হাজরা মোড়ে অভিনব প্রতিবাদ করল তৃণমূল। বাংলার কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে গানের সুরে সুরে নাচের মাধ্যমেই কেন্দ্রীয় মন্ত্রীর ওই মন্তব্যের প্রতিবাদ জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা। প্রত্যেকের কপালে ছিল কালো কালিতে ধিক্কার লেখা ছোট পোস্টার।

চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা একজন মহিলার প্রতি উনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, এই অপসংস্কৃতি দেশের সঙ্গে খাপ খায় না। তারই প্রতিবাদে এই অভিনব বিক্ষোভ। দেখি মন্ত্রীর ঘুম ভাঙে কি না, ক্ষমা চান কি না। না হলে আমরা পরবর্তী পদক্ষেপ করব।”

শশী পাঁজার কথায়, “নারীরা নরম মনের, তাই সকলে নারীদের আক্রমণ করতে চায়। কিন্তু সময় বদলেছে। বাংলা এই অপসংস্কৃতি বরদাস্ত করবে না। কেন্দ্রীয় মন্ত্রীকে নিজের কুমন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

অন্যদিকে, এই ইস্যুতেই সকালে উত্তাল হয়েছে বিধানসভা অধিবেশনও। চরম ‘নারী বিদ্বেষী’ মন্তব্যের প্রতিবাদে
এখানেও কেন্দ্রীয় মন্ত্রীকে গিরিরাজ সিংকে তীব্র আক্রমণ শানান শশী পাঁজা। পয়েন্ট অফ অর্ডার তুলে শশী পাঁজা বলেন, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বক্তব্য রেখেছেন তা নারী বিদ্বেষী। সমস্ত মহিলাদের জন্যই সেটা লজ্জার। বিজেপি নারী বিদ্বেষী, আগেও একাধিকবার তার প্রমাণ মিলেছে। একইসঙ্গে বিজেপি বিধায়কদের উদ্দেশ্য করে তিনি বলেন, যদি গিরিরাজ সিং মন্তব্য নিয়ে বিজেপির কেউ কিছু না বলে, তাহলে বুঝতে হবে যে এই ঘটনা তারা সমর্থন করছেন। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর ঝাঁঝালো বক্তব্যের পর, তাঁর সমর্থনে সরকার পক্ষের অন্যান্য সদস্যদের সোচ্চার হতে দেখা যায়। এই সময় বিজেপিকে ধিক্কার দিয়ে স্লোগান তুলতে থাকে তৃণমূল। স্লোগান ওঠে, ‘এমন মন্তব্য কেন করা হল বিজেপি জবাব চাই জবাব দাও’।

তৃণমূল কংগ্রেসের মহিলা বিধায়করা সবাই নিজের আসন ছেড়ে ওয়েল নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত হওয়ার আবেদন জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী যে মন্তব্য করেছেন তা বাঞ্ছনীয় নয়।

উল্লেখ্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে কলকাতায় এসেছিলেন সলমন খান, অনিল কাপুররা। সেখানে সলমন-সোনাক্ষীদের সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। আর তা নিয়েই অশালীন মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী মঞ্চে ‘ঠুমকা’ নাচছেন। কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্য যথেষ্ট আপত্তিকর।

spot_img

Related articles

বাংলাদেশে জেলবন্দি মৃত্যু বিখ্যাত সঙ্গীত শিল্পীর

বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জেলবন্দি অবস্থাতে মৃত্যু! প্রলয় চাকী (Pralay Chaki) বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি আওয়ামী লিগের...

গঙ্গাসাগর মেলায় অসুস্থ পুণ্যার্থী! তৎপরতায় এয়ারলিফ্ট প্রশাসনের 

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে সাগরে। সেই ভিড়ের মধ্যেই গঙ্গাসাগর মেলায় এসে...

Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি! ‘ডিজিটাল যোদ্ধা’ কনক্লেভে বিস্ফোরক অভিষেক

“সেদিন কোনও Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি“। সোমবার, মিলনমেলায় 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' কনক্লেভে বিস্ফোরক...

’থিম কান্ট্রি’ আর্জেন্টিনা, ২২ জানুয়ারি কলকাতা বইমেলার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

এবারের বইমেলায় বিশেষ গুরুত্ব পাবে আর্জেন্টিনার (Argentina) খ্যাতনামা সাহিত্যিকদের কাজ ও তাঁদের কাব্যিক শক্তি। সোমবার, পাব্লিশার্স অ্যান্ড বুক...