আলিপুরদুয়ারের ফালাকাটার ধুলাগাঁও গ্রামে চিতাবাঘের দেহ উদ্ধার। পূর্ণবয়স্ক চিতাবাঘের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাকে পিটিয়ে খুন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ধুলাগাঁও গ্রামের এক বাসিন্দার উপর হামলা চালায় চিতাবাঘ। তার কিছুক্ষণ পরেই গ্রামের মধ্যে থেকে উদ্ধার হয় চিতাবাঘের রক্তাক্ত দেহ। এই কারণে করা হচ্ছে, ক্ষুব্ধ গ্রামবাসীরাই চিতাবাঘটিকে পিটিয়ে খুন করেছে। চিতাবাঘটির মুখে রক্তক্ষরণের দাগও স্পষ্ট। চিতাবাঘের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন:অবশেষে মিলল উত্তর, ভারতীয় জাদুঘর ভাঙা নিয়ে বড় সিদ্ধান্ত মোদি সরকারের
