Thursday, December 25, 2025

আইটি হাবের জন্য আদর্শ শহর! বিশ্বের ২৪ নম্বরে কলকাতা

Date:

Share post:

কলকাতার মুকুটে জুড়ল আরও একটি পালক। কয়েকদিন আগেই কেন্দ্রীয় রিপোর্টে কলকাতা দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহরের তকমা পেয়েছে। এবার বিদেশি সংস্থার সমীক্ষাতেও কলকাতার নাম উঠে এল বিশ্বের সেরা ২৪ শহরের তালিকায়। নেদারল্যান্ডসের একটি সংস্থার সমীক্ষায় দাবি করা হয়েছে, কলকাতা খুব শীঘ্রই তথ্যপ্রযুক্তি হাব হয়ে উঠবে। তথ্যপ্রযুক্তি হাব হয়ে ওঠার আদর্শ বিশ্বের ২৪টি তথ্যপ্রযুক্তি হাবের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে রয়েছে মহানগরী কলকাতা। নেদারল্যান্ডসের ব্যবসায়িক উপদেষ্টা সংস্থা বিসিআই গ্লোবালের তরফে তৈরি করা রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে বহু সংস্থা ‘ওয়ার্ক ফ্রম হোম’ ছেড়ে অফিসে গিয়ে কাজে আগ্রহী। ফলে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি নিজেদের অফিস খুলতে চাইছে। আর এই অফিস খোলার জন্য পছন্দের তালিকায় রয়েছে কলকাতার মতো শহরও।

আইটি হাবের জন্য যে জায়গাগুলি প্রসিদ্ধ তা হল বেঙ্গালুরু, হায়দরবাদের মতো শহর। কিন্তু এখন হাব হয়ে হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে যে শহরগুলির, তা নিয়ে নেদারল্যান্ডসের ওই সমীক্ষক সংস্থা একটি রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্ট অনুযায়ী, আইটি হাব গড়তে নতুন কয়েকটি পছন্দের শহর বেছে নেওয়া হয়েছে। বিশ্বের ২৪টি শহর বেছে নেওয়া হয়েছে সমীক্ষায়। তার মধ্যে আছে কলকাতা। এছাড়া দেশের আর একটি শহরও রয়েছে। তা হল ত্রিবান্দ্রম।

সমীক্ষক সংস্থার রিপোর্টে বলা হয়েছে, কলকাতায় প্রচুর প্রশিক্ষিত আইটি কর্মী রয়েছেন। আইটি হাব গড়ে তোলার সদিচ্ছাও রয়েছে কলকাতা তথা বাংলার কর্মীদের। বাংলা ২০২২ সালে ‘ইজ অফ ডুয়িং বিজনেসে’র তালিকার শীর্ষস্থান দখল করেছে। একাধিক বহুজাতিক কোম্পানি কলকাতায় আসতে শুরু করেছে। ফলে আইটি হাব গড়ে ওঠার আদর্শ পরিবেশ তৈরি হয়েছে বাংলায়. সেই নিরিখে বিশ্বের ২৪ সেরা শহরের তালিকায় স্থান পাওয়া যথেষ্ট তাযপর্যপূর্ণ।

 

spot_img

Related articles

স্থান পেলেন না কোন ক্রিকেটার, অর্জুনের তালিকায় উজ্জ্বল তিন বঙ্গ কন্যা

বছর শেষ হতে হাতে বাকি মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে চর্চায় জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা । কেন্দ্রের নির্বাচক...

প্রকাশ্য রাস্তায় খুন শিক্ষক, যোগী রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttar pradesh) মর্মান্তিক মৃ্ত্যু স্কুল শিক্ষকের।  হাঁটতে বেরিয়েছিলেন সহকর্মীদের সঙ্গে কিন্তু এর মাঝেই আততায়ীদের গুলিতে...

বাসন্তীতে বিস্ফোরণ, খড়িমাচান এলাকায় বোমা ফেটে গুরুতর জখম ১ শিশু!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক...

চকচকে ফ্রেমে ফাঁপা কনটেন্ট, হতাশ করল কার্তিক-অনন্যার নতুন বলিউড ছবি 

প্রেমের গল্পে মূল উপাদান প্রেমিক-প্রেমিকার রসায়নের বিশ্বাসযোগ্যতা। কিন্তু গল্পের শুরু থেকেই যদি সেটা 'ভ্যানিশ' হয়ে যায় তাহলে বোধহয়...