Tuesday, November 11, 2025

ফের কলকাতায় নিম্নমুখী পারদ! নিম্নচাপ কাটতেই রাজ্যে ফিরল শীতের আমেজ

Date:

Share post:

নিম্নচাপের মেঘ কাটতেই ফের শীতের (Winter) আমেজ। শনিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) সহ রাজ্যের একাধিক প্রান্তে রোদ ঝলমলে আকাশ। আর রোদ উঠতেই ফের বঙ্গে ফিরল শীত। শনিবার আলিপুর হাওয়া অফিস (Weather Office) জানাচ্ছে, এদিন কলকাতার (Kolkata) তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরসুমে আজই মহানগরে সবচেয়ে কম তাপমাত্রা। যদিও এখনও পারদ রয়েছে স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে রয়েছে। তবে আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরও নামবে। কিন্তু আগামী ১৫ ডিসেম্বরের পর থেকে ফের বাড়বে তাপমাত্রা (Temperature)। তবে এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

পাশাপাশি হাওয়া অফিস আরও জানিয়েছে, সাগরে ইতিমধ্যে নিম্নচাপ কেটে গেছে। আর সেকারণে সোমবার রাজ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার ওপরে। এছাড়াও রাজস্থানের উপর রয়েছে দ্বিতীয় ঘূর্ণাবর্ত। তবে এর প্রভাব বাংলায় একেবারেই পড়বে না বলে সাফ জানিয়েছে আলিপুর। শনিবারের কুয়াশায় মোড়া ছিল কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। বেলা গড়াতেই দেখা মেলে রোদের। আর তার জেরেই নিম্নমুখী পারদ। এদিন হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহান্তে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। তবে আপাতত জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই।

পাশাপাশি আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে। দার্জিলিং ছাড়া পাহাড়ে কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে দার্জিলিঙে শনি ও রবিবার হাল্কা তুষারপাতের সম্ভাবনা থাকছে।

 

 

 

spot_img

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...