Thursday, November 13, 2025

পাটনায় ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক! বাংলার প্রতিনিধিত্বে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

Date:

Share post:

দেশের পূর্বাঞ্চলের রাজ্য়গুলির নিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় দৃঢ় করতে রবিবার পাটনায় পূর্বাঞ্চলীয় পরিষদ বা ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক বসছে। ওই বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্ব করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মুখ্য়মন্ত্রী উত্তরবঙ্গ সফরে ব্যস্ত থাকার কারণে অর্থমন্ত্রী, ওই বৈঠকে রাজ্যের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তাঁর সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং অর্থসচিব মনোজ পন্থ বৈঠকে উপস্থিত থাকবেন।

পূর্বাঞ্চলের চারটি রাজ্য– পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মুখ্যমন্ত্রী বা তাঁদের প্রতিনিধিরা ওই বৈঠকে থাকবেন। পর্ষদের সভাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে সভাপতিত্ব করবেন। ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ও নজরদারির জন্য পোস্ট ও ফেন্সিং তৈরির জমির বিষয়টি বৈঠকের আবলোচ্য সূচিতে রয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এর সঙ্গে পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে নদীর জলের বণ্টন, পোস্ত চাষের অনুমোদনের মতো বিষয়গুলি উঠে আসতে পারে। উল্লেখ্য, পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে প্রতি বছর কাউন্সিলের বৈঠক হয়। গত বছর নবান্ন সভাঘরে পরিষদের বৈঠক বসেছিল। সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। এবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে নির্ধারিত কর্মসূচি থাকায় এই বৈঠকে যাবেন না বলে আগেই ঠিক ছিল। উল্লেখ্য, কলকাতার বৈঠকেও গতবার বিহার এবং ওড়িশার মুখ্যমন্ত্রীরা আসেননি। এবার ওই সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা সশরীরের বৈঠকে উপস্থিত থাকবেন অথবা প্রতিনিধি পাঠাবেন তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন- পাকিস্তানের নেতৃত্ব ছেড়ে কি ঠিক করেছেন বাবর? মুখ খুললেন তাঁরই এক সতীর্থ

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...