Sunday, January 11, 2026

লাগাতার ব.ঞ্চনা বাংলাকে! আবাসের পরিদর্শনে বিক্ষো.ভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধিদল

Date:

Share post:

বাংলার বকেয়া আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। এদিকে লাগাতার কেন্দ্রীয় দল আসছে পরিদর্শনে। আর বিভিন্ন প্রকল্পে দেশের মধ্যে সেরা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পরিস্থিতিতেই ফের প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ দেখতে রাজ্যে এসেছেন কেন্দ্রের (Centre) প্রতিনিধিরা। আর সেখানেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হল তাঁদের। তুমুল কটাক্ষ তৃণমূলের (TMC)।

শনিবার, প্রতিনিধি দল প্রথমে যায় হাবড়া ১নম্বর ব্লকের কুমড়া পঞ্চায়েতে। সেখানে রুদ্রপুর এবং কাশিপুর গ্রামে পরিদর্শন করে তারা। যায় বেড়াবেড়ি এবং আমডাঙা পঞ্চায়েতে। শেষে আমডাঙা বিডিও অফিসে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। টাকা আটকে রেখে বারবার এই ধরনের পরিদর্শনে ক্ষুব্ধ স্থানীয়রা। আমডাঙা, সিউড়ি-সহ বিভিন্ন জায়গায় প্রতিনিধিদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দিল্লি ফিরে গিয়ে ১৫ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট (Report) জমা দেবেন তাঁরা।

বাংলাকে বঞ্চিত করে বারবার কেন্দ্রীয় টিম পাঠানোকে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের (TMC) রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা দিচ্ছে না। গরিব মানুষকে তার প্র‌াপ‌্য থেকে বঞ্চিত করছে। আবার বারবার টিম পাঠিয়ে রাজনীতি হচ্ছে! সব ঘুরতে আসছে। এই ধরনের টিম এলে তো তাদের বেঁধে রাখা উচিত। বেঁধে রেখে উচিৎ কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা। নাটক হচ্ছে!’’ তুলোধনা করে কুণাল বলেন, টিম পাঠিয়ে নাটক হচ্ছে! কুণাল মনে করিয়ে দেন, উত্তরপ্রদেশ, মধ‌্যপ্রদেশে সবথেকে বেশি ফেক জবকার্ড পাওয়া গিয়েছে। অথচ তদন্তের পথে না গিয়ে সেখানে টাকা পাঠানো হচ্ছে। তাঁর কথায়, ‘‘বাংলায় টাকা না পাঠিয়ে ইয়ার্কি হচ্ছে! এদের বেঁধে রাখা উচিৎ যতক্ষণ না কেন্দ্রের কেউ এসে ক্ষমা চাইছে।’’


spot_img

Related articles

আজ ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক 

রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রার মাঝেই রবিবাসরীয় দুপুরে ফলতায় ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...