শনিবার বিকেলে আলিপুরদুয়ারের রাস্তায় হাঁটতে বেরিয়ে প্যারেড গ্রাউন্ডের পাশ দিয়ে সকলকে সঙ্গে নিয়ে আলিপুরদুয়ার (Alipurduwar) বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে রাস্তার অবস্থা দেখে একরাশ বিরক্তি প্রকাশ করেন তিনি। নির্দেশ দেন দ্রুত মেরামতির। আর তারপরেই শনিবার মধ্যরাত থেকে রাস্তা সারাইয়ের কাজ শুরু করল পুরসভা।

মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তা দেখে বিরক্ত প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র ছাত্রী এই রাস্তা ব্যবহার করে। এই রাস্তার অবস্থা এত খারাপ কেন? তখন সঙ্গেই ছিলেন আলিপুরদুয়ার (Alipurduwar) পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ করও। এর পরই টনক নড়ে পুরসভার। ৩ ও ১৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে দেড়শো মিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। শনিবার রাতেই জরুরি ভিত্তিতে কাজ শুরু করে পুরসভা। যে রাস্তা বিকেলে ছিল ভাঙাচোরা, সকাল হতেই হয়ে গেল ঝা চকচকে। সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে হতবাক স্থানীয়রা। সকলেই ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে।
