Tuesday, August 26, 2025

অবিজেপি রাজ্যগুলিতে ‘অর্থনৈতিক অ.বরোধ’! মোদির বিরুদ্ধে রাজ্যসভায় এককাট্টা ইন্ডিয়া জোট

Date:

Share post:

অবিজেপি রাজ্যগুলিকে ভাতে মারার লাগাতার চেষ্টা। আর সেকারণেই ‘অর্থনৈতিক অবরোধ’ (Economical Strike) করে বাংলা সহ একাধিক রাজ্যকে নাস্তানাবুদ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে মোদি সরকার (Modi Govt)। সোমবার এই অভিযোগ তুলেই রাজ্যসভা থেকে ওয়াক আউট (Walkout) তৃণমূল কংগ্রেস (TMC) সহ ইন্ডিয়া জোটের (INDIA) শরিক দলগুলির। এদিন কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার প্রতিবাদে সরব হয়ে রাজ্যসভায় হই-হট্টগোল শুরু করে তৃণমূল, আম আদমি পার্টি, কংগ্রেস, জেডিইউ, ডিএমকে, আরজেডি, এনসিপি, সিপিআই(এম), সিপিআই, শিবসেনা সহ অন্যান্যরা।

তবে দীর্ঘদিন ধরেই বাংলার মানুষকে দিনের পর দিন ভাতে মারার প্রতিবাদে সরব তৃণমূল। সে লোকসভা হোক বা রাজ্যসভা সবজায়গাতেই ঘাসফুল শিবিরের নেতৃত্বে মোদি সরকারের বঞ্চনার প্রতিবাদে আন্দোলনে সামিল হচ্ছে বিরোধীরা। পাশাপাশি দিনদুয়েক আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ডিসেম্বরে তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে দিল্লি সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে চলতি মাসের ১৮, ১৯ ও ২০ ডিসেম্বরের মধ্যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে নিয়েছেন।

এদিকে রবিবারই ঘোষণা করা হয় ১৯ ডিসেম্বর দিল্লিতে বসতে চলেছে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক। ওই বৈঠকেই আসন বন্টনের বিষয় নিয়ে আলোচনা হবে বলে খবর। আর রবিবার বৈঠকের দিনক্ষণ ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যসভায় বিরোধী শক্তির এক হয়ে মোদি সরকারের বিরদ্ধে এই পদক্ষেপকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, মধ্যপ্রদেশের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সমাজবাদী পার্টি-র সঙ্গে কংগ্রেসের যে মতপার্থক্য ছিল তা মিটে গিয়েছে বলে সূত্রের খবর। আর সেকারণেই নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে দিল্লির বৈঠকে হাজির হবেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবও।

 

 

 

 

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...