Monday, November 10, 2025

সংসদে হানা নিয়ে আলোচনা চেয়ে ডেরেকের পরে সাসপেন্ড আরও ১৪ জন বিরোধীদলের সাংসদ!

Date:

Share post:

সংসদে (Pariament) নিরাপত্তায় চূড়ান্ত গাফিলতি। অধিবেশন চলাকালীন ভিজিটরস গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে স্মোক বম্ব ছড়ালেন দুই তরুণ। নবনির্মিত সংসদের নিরাপত্তা বেআব্রু। আর সেই অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চেয়ে সাসপেন্ড হলেন বিরোধীদলের মোট ১৫জন সাংসদ। বৃহস্পতিবার, প্রথমে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে (Derek O’Brain)। পরে লোকসভায় একই কারণ দেখিয়ে সাসপেন্ড করা হয় ১৪ জন বিরোধী দলের সাংসদকে। এর মধ্যে ৯ জন কংগ্রেসের।

এদিন, লোকসভা অধিবেশন শুরু হওয়ার পরেই অন্য সব ইস্যু বাদ দিয়ে বুধবারের সংসদ হানার বিষয় নিয়ে আলোচনা চান বিজেপি-বিরোধীদলের সাংসদরা। সংসদের নিরাপত্তার নিয়ে সরব হন ইন্ডিয়া জোটের সাংসদরা। অমিত শাহের বিবৃতি চেয়ে ওয়েলে নেমে স্লোগান দেন তাঁরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়। এরপরেই অসংসদীয় আচরণেরঅভিযোগে ১৪জন সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়। প্রথমে পাঁচ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়। পরে ৯জনকে সাসপেন্ড করা হয়। ১৪জনের মধ্যে কংগ্রেসের ৯ জন, সিপিএমের ২ জন, ডিএমকের ২জন এবং সিপিআইয়ের ১ জন রয়েছেন।

যে সাংসদরা সাসপেন্ড হলেন-

ডিন কুরিয়াকোস- কংগ্রেস
হিবি ইডেন-কংগ্রেস
রম্যা হরিদাস- কংগ্রেস
টিএন প্রতাপন- কংগ্রেস
জোথিমনি- কংগ্রেস
বেনি বেহানান- কংগ্রেস
ভিকে শ্রীকান্দন- কংগ্রেস
মহঃ জাভেদ- কংগ্রেস
মণিকম ঠাকুর-কংগ্রেস
পিআর নটরাজন- সিপিএম
কে সুব্রমণ্যাম- সিপিএম
কনিমোঝি করুণানিধি- ডিএমকে
এস আর পার্থিবন- ডিএমকে
এস ভেঙ্কাটেশন- সিপিআই

স্পিকার ওম বিড়লা লোকসভার সাংসদদের বিরুদ্ধে অনিয়ন্ত্রিত আচরণের অভিযোগ তোলেন। এরপরই বিরোধী দলের ১৪ সাংসদর বিরুদ্ধে প্রস্তাব পাশ করান সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। ঘটনা চরম ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস। 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...