Thursday, December 4, 2025

উপত্যকায় পাক মদতপুষ্ট সন্ত্রাস পুরোপুরি ধ্বংসে ব্যর্থ ৩৭০ ধারা প্রত্যাহার: প্রাক্তন সেনাপ্রধান

Date:

Share post:

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার কিছু ক্ষেত্রে কার্যকর হয়েছে ঠিকই তবে উপত্যকা থেকে সন্ত্রাস পুরোপুরি নির্মূল করতে ব্যর্থ। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন দেশের প্রাক্তন সেনাপ্রধান বেদ প্রকাশ মালিক। যদিও অদূর ভবিস্যতে বিষয়টি ফলপ্রসূ হতে পারে বলেও আশা প্রকাশ করেন ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় দেশের সেনা প্রধানের দায়িত্ব পালন করা ভিপি মালিক।

সম্প্রতি জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে বৈধ বলে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। এ প্রসঙ্গেই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেশের প্রাক্তন সেনাপ্রধান ভিপি মালিক বলেন, ৩৭০ ধারা প্রত্যাহার জম্মু ও কাশ্মীরের রাজনীতি ও অর্থনীতি এবং বন্ধুত্বপূর্ণ কার্যকলাপের পথ খুলে দিয়েছে। জম্মু কাশ্মীর এখন আমাদের দেশের অন্যান্য অংশের মতোই একটি রাজ্য। আর এর প্রভাব নিশ্চিতভাবে সেখানকার জনগণের উপর পড়বে। এতদিন ধরে জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ একদিকে ভারত সরকার ও অন্যদিকে সন্ত্রাসবাদী সংগঠনগুলির মধ্যবর্তী অংশে বেড়ার মতো অবস্থান করছিল। তবে এখন সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে সমর্থনকারী মানুষের সংখ্যা কমতে শুরু করবে। নিশ্চিত ভাবে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত এইদিক থেকে অত্যন্ত কার্যকর।

তবে উপত্যকায় সন্ত্রাস সম্পূর্ণভাবে নির্মূল করা এতটাও সহজ হবে না বলেই মনে করেন দেশের প্রাক্তন সেনা প্রধান। এ প্রসঙ্গে ভিপি মালিক বলেন, “আমি মনে করি না এই ৩৭০ ধারা প্রত্যাহারের ফলে উপত্যকায় সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মুল হয়ে যাবে, আর কোনও সন্ত্রাসবাদী সংগঠন বা জঙ্গি সেখানে থাকবে না। কারণ পাকিস্তান জম্মু কাশ্মীরের সন্ত্রাসী সংগঠনগুলিকে সমর্থন জারি রেখেছে। যতদিন পাকিস্তানের মদত থাকবে জঙ্গি সংগঠনগুলির মাথার উপর ততদিন উপত্যকা থেকে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল হবে না।

spot_img

Related articles

আজ ডিসেম্বরের শীতলতম দিন! কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে

শীতের কামড় কলকাতাসহ দক্ষিণবঙ্গে। সাত বৃহস্পতির সকালে মহানগরীর তাপমাত্রা (Kolkata Temperature) নামল ১৫ ডিগ্রিতে। এখনও পর্যন্ত আজকের দিনটিকেই...

জ্বলছে এটিএম, সাতসকালে অগ্নিকাণ্ড হাওড়ায়!

বৃহস্পতির সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে জ্বলন্ত এটিএম (fire breaks out in ATM) দেখে আতঙ্কিত হাওড়া জেলার (Howrah...

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...