Sunday, August 24, 2025

শুক্রেই সপ্তপদী সৌরভ-দর্শনার, আলোর মালায় সেজেছে নায়িকার বাড়ি!

Date:

Share post:

বিয়ের মরসুমে এখন শুধুই চার হাত এক হওয়ার পালা। দিন কয়েক আগেই বিয়ে সেরেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী (Parambrata Chatterjee & Piya Chakraborty)। তা নিয়ে সমালোচনার রেশ কাটার আগেই ঝলমলে বিয়ের মেজাজ তুলে ধরেছেন সৌম্য – সন্দীপ্তা। এবার পালা সৌরভ দাস-দর্শনা বণিকের (Sourav Das – Darshana Banik Wedding)। আগামিকাল সাতপাকে ঘুরতে চলেছেন যুগলে। আজ পরিবারের সকলকে নিয়ে আশীর্বাদের অনুষ্ঠানে মাতলেন নায়িকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন ছিল টলিউডের (Tollywood) আনাচেকানাচে। এবার পরিণতির পালা। আইবুড়ো ভাত থেকে শুরু করে সব বিয়ের জন্য বানানো বিশেষ গাছকৌট-কুলো সবই তারকা জুটি শেয়ার করে নিচ্ছেন স্যোশাল মিডিয়ায়। সেজে উঠেছে দুই সেলেব্রেটির বাড়িও।

পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বাঙালি মতেই বিয়ে করবেন সৌরভ -দর্শনা। বিয়ের লগ্ন রাত ৯ টায়। পাত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর বিয়ের দিন সব অনুষ্ঠানেই বেনারসি পরবেন দর্শনা । অধিবাস অনুষ্ঠানের সময় তসর বেনারসি, গায়ে-হলুদের সময় হলুদ বেনারসি এবং রিসেপশনের রাতে ফুসিয়া গোলাপি বেনারসিতে দেখা যাবে তাঁকে। বিয়ের দিন কাস্টমাইজ লাল বেনারসিতে যা দেখা যাবে নায়িকাকে। বর বেশে সৌরভ একটি কাঁথার কাজ করা তসর ধুতি এবং জামদানি ও কাঁথার কাজ করা একটি কুর্তা পরবেন। আশীর্বাদেও তিনি সেজেছেন গোলাপী শড়িতে মোহময়ী লাগছিল দর্শনাকে। উজ্জ্বল আলোয় ঝলমল করছে তাঁর বাড়ি। গায়ে হলুদের জন্যও সুন্দর করে সাজানো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে গাঁদা ফুল, সামনে রাখা বিশেষ অর্ডার দিয়ে বানানো গাছকৌট ও কুলো নজর কেড়েছে।

 

গত ২৮ নভেম্বর থেকে নিমন্ত্রণপত্র বিলি করতে শুরু করেন তারকা জুটি। নিমন্ত্রণপত্রটি দেখতে বেশ সুন্দর। ডিজিটাল পত্রটি দুধসাদা। তাতে সাদা আর সোনার পালক দিয়ে লেখা বর-কনের নামের আদ্যাক্ষর ‘ডি (দর্শনা)-এস (সৌরভ)’। সঙ্গে বিয়ের বাসর, নির্ঘণ্ট। কার্ডের আবহে বেজেছে শাস্ত্রীয় সঙ্গীত। টলিউডের সকলেই উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। বাঙালি রীতি মেনে বিয়ের পাশাপাশি মেনুতেও বাঙালি খাবারের মেলা। এখন সপ্তপদী মুহূর্তের অপেক্ষায় সৌরভ-দর্শনা।


spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...