Wednesday, November 12, 2025

ডান হাত ভর্তি ট্যাটুর রহস্য ফাঁস করলেন তিলক বর্মা

Date:

Share post:

ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ভাল খেলায় ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ২১ বছরের তিলক বর্মা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেকও হয়েছে তাঁর। দলীপ ট্রফি খেলতে খেলতে তিলক জানতে পারেন যে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। সে কথা জানার পরে বাড়িতে ফোন করেছিলেন। কিন্তু ফোন করেও কথা বলতে পারেননি বাঁ হাতি ব্যাটার।

কারণটা নিজেই জানিয়েছেন তিনি। সতীর্থ ঈশান কিশনের এক প্রশ্নের জবাবে তিলক বলেছেন, বাবা-মা কান্নাকাটি করছিল। আমি বেশিক্ষণ নিজেকে আটকে রাখতে পারতাম না। তাই ফোন কেটে দিই। তার পরে কোচকে ফোন করেছিলাম। কোচও কাঁদছিলেন। সবার মনের অবস্থা একই রকম ছিল।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে তিলকের সতীর্থ ঈশান। ভারতীয় দলেও একই সঙ্গে খেলছেন। গত বছর মুম্বইয়ের হয়ে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল। দলের বাকি ব্যাটারেরা ব্যর্থ হলেও ধারাবাহিক ভাবে রান করেছিলেন তিলক। আইপিএলে খেলার সময় হাতে ট্যাটু ছিল না তিলকের। কিন্তু এখন তাঁর ডান হাত ভর্তি ট্যাটু। এর কারণ সম্পর্কে তিলক জানিয়েছেন,তিনি বাবা-মাকে ভগবান মনে করেন। তার বাবা ইলেকট্রিশিয়ান ছিলেন। সংসারের খরচ মেটাতে পারতেন না। তা সত্ত্বেও, ৯ বছর বয়স থেকে বাব-মা তাদের ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য সমস্ত ত্যাগ স্বীকার করেছিলেন। আজ ভারতের জনপ্রিয় ব্যাটসম্যান হয়ে উঠেছেন তিলক ভার্মা।তারপরই বাবা-মায়ের ছবি শরীরে ট্যাটু করিয়েছেন।

এই বদল নিয়েও তিলককে প্রশ্ন করেন ঈশান। কী ভাবে এতটা বদল এল তাঁর মধ্যে? জবাবে তিলক বলেন, আমি আগেও ট্যাটু করাতে চেয়েছিলাম। কোচকে সে কথা বলেছিলাম। কোচ বলেছিলেন, আগে একটা জায়গায় পৌঁছে তার পর হাতে ট্যাটু করাতে। সেই কারণে আইপিএলে ভাল খেলার পরেই ট্যাটু করিয়েছি।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...