Wednesday, May 7, 2025

এখনই আতঙ্ক না, কোভিড নিয়ে কী কী নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

Date:

Share post:

দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার মধ্যে নতুন জেএন ওয়ান (JN.1) সাবভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বেড়েছে মৃত্যুও। গোয়ায় এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ১৯ জন। কেরালা ও মহারাষ্ট্রে একজন করে আক্রান্ত। এপর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ১৬ জনের। এই পরিস্থিতিতে দেশের সব রাজ্যগুলিকে এই মারণ রোগ নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)। তবে এখনই আতঙ্কের কিছু নেই বলেও জানানো হয়েছে।

সোমবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠানো হয়। বুধবার দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। মূলত রাজ্যগুলিতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। কোভিড আক্রান্তদের স্যাম্পল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নির্দেশ দেওয়া হয় বৈঠকে। কারণ, নতুন ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়াচ্ছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রকের।

রাজ্যগুলির স্বাস্থ্য দফতরকে সমস্ত পরিস্থিতির জন্য তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়। রোগের লক্ষ্ণণ ও গুরুত্ব অনুসারে স্বাস্থ্য দফতরকে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। পাশাপাশি মকড্রিলের ওপর জোর দেওয়া হয়। প্রতি তিনমাসে একবার করে মকড্রিলের (mock drill) পরামর্শ দেয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্র ও রাজ্যগুলিকে সমন্বয়ের মাধ্যমেই কাজ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

ইতিমধ্যেই সোমবার নির্দেশিকা এসে পৌঁছানোর পর রাজ্যের স্বাস্থ্য দফতর একটি বৈঠক করে। সেখানে এসওপি তৈরি হলেও এখনও কোনও নির্দেশিকা জারি হয়নি। বেলেঘাটা আইডি ও ইএসআই-কে সম্পূর্ণভাবে তৈরি রাখা হয়েছে সবরকম পরিস্থিতির জন্য। ইতিমধ্যেই মকড্রিল হয়ে গিয়েছে। হাসপাতালের বেড, সিসিইউ, আইসিইউ, অক্সিজেন সরবরাহের ব্যবস্থা পরীক্ষা করে দেখা হয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।

spot_img

Related articles

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...

২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের 'অপারেশন সিন্দুর'। পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) এয়ার স্ট্রাইকের সেই বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে...

বিগত দশ বছরের মধ্যে এবারের রেজাল্ট সবচেয়ে ভালো, জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 

বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। পরীক্ষা শেষ হওয়ার পঞ্চাশ দিনের মাথায়...