Sunday, August 24, 2025

ক্যালিফোর্নিয়ার হি.ন্দু ম.ন্দিরে খা.লিস্তানি দা.পট! দেওয়ালে লেখা হল ভারত বি.রোধী স্লোগান, হু.মকি মোদিকেও

Date:

Share post:

ফের খালিস্তানি (Khalistani) তাণ্ডব আমেরিকায় (America)। শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিশানায় ফের হিন্দুদের (Hindu Temple) ধর্মস্থল। এবার ক্যালিফোর্নিয়ার একটি মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লেখার অভিযোগ উঠল খালিস্তানিদের বিরুদ্ধে। শুধু তাই নয়, হুমকি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। সূত্রের খবর, ওই মন্দিরের দেওয়ালে কালো রঙে খলিস্তানপন্থী স্লোগান লেখা হয় বলে অভিযোগ। ঘটনার নেপথ্যে কানাডায় আত্মগোপনকারী জঙ্গি নেতা গুরুপতবন্ত সিং পন্নুনের সংগঠন শিখস ফর জাস্টিসের হাত রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার নিউইয়র্ক শহরের ওই ঘটনার জেরে ‘হিন্দু আমেরিকান ফাউন্ডেশন’ পরিচালিত ‘স্বামীনারায়ণ মন্দির বাসনা সংস্থা’ কর্তৃপক্ষ ইতিমধ্যেই মন্দিরের পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে আবেদন জানানো হয়েছে নাগরিক অধিকার আদালতেও।

এদিকে ঘটনার তীব্র নিন্দা করে ক্যালিফোর্নিয়ার রাজধানী সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেটের তরফে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের কাছে এ বিষয়ে কড়া বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতিও দেওয়া হয়েছে। নিজেদের এক্স হ্যান্ডেলে মন্দিরে হামলার কথা তুলে ধরেছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। তারা জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লিখেছে খালিস্তানিরা। শুধু তাই নয়, হুমকি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। এই ঘটনায় তদন্ত শুরু করেছে নেওয়ার্ক পুলিশ। মার্কিন বিচারবিভাগের নাগরিক অধিকার বিভাগেও এই ঘটনার কথা জানানো হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার খালিস্তানিদের রোষের মুখে পড়েছে আমেরিকায় অবস্থিত হিন্দুদের উপাসনাস্থল।

প্রসঙ্গত, ২০২০ সালে শিখ ফর জাস্টিস সংগঠনের নেতা পন্নুনকে জঙ্গি ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তার পরেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের মদতে সে দেশে বসে পন্নুন ধারাবাহিক ভাবে ভারত বিদ্বেষী প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ নয়াদিল্লির।

 

 

 

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...