Sunday, August 24, 2025

ভাঁ.ওতাবাজিতে সায় নেই বাংলার, ফাঁ.কা ব্রিগেডে বিজেপির গীতাপাঠের অনুষ্ঠান সুপার ফ্লপ

Date:

Share post:

লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানও ফ্লপ শোতে পরিণত হল। এই অনুষ্ঠানকে ঘিরে রেকর্ড জনসমাগম হবে বলে প্রচার করা হলেও, বাস্তবে রবিবারের ব্রিগেডে দেখা গেল অন্য ছবি।ব্রিগেড ভরা তো দূরঅস্ত, কার্যত ফাঁকা মাঠেই গীতাপাঠের অনুষ্ঠান করতে বাধ্য হল বিজেপি। শুধু তাই নয়, এদিন ফের প্রমাণ হয়ে গেল যে কেন শেষ মূহুর্তে রবিবারের অনুষ্ঠান থেকে বিরত থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, ব্রিগেড ভরবে না জেনেই প্রধানমন্ত্রী আসেননি।অনুপম হাজরা গীতাপাঠের অনুষ্ঠান নিয়েও টাকা নিয়ে দনবাজির অভিযোগ তুলেছেন। রাজনীতিতে না পেরে কখনও গীতাপাঠ, কখনও রামের আশ্রয় নিতে হচ্ছে। কুণালের কটাক্ষ, আসলে এসবই লোক দেখানো নাটক।লক্ষাধিক নয়, গীতাপাঠে অংশ নিয়েছেন সাড়ে তিন হাজার মানুষ। ব্রিগেড কেন, শ্রদ্ধানন্দ পার্ক ভাড়া করলেই হয়ে যেত।

যদিও মানুষকে ধোঁকা দিতে শহর থেকে জেলা, মোদির বড় বড় কাট আউট দিয়ে প্রচার চালানো হয়েছে। বিজেপির তরফে প্রধানমন্ত্রী আসার বিষয়টি নিয়ে প্রচার করা হয়েছিল। সেই ধোঁকাবাজিও যে মানুষ ধরে ফেলেছে, এদিনের পাঁকা ব্রিগ্রেড তার জ্বলজ্যান্ত প্রমাণ।এর থেকে অনেক বেশি ভিড় দেখা গিয়েছে চিড়ি্য়াখানা, ভিক্টোরিয়া, মিলেনিয়াম পার্ক, ইকো পার্ক, সায়েন্স সিটিতে।বছর শেষের উৎসবের আবহে বিজেপির গীতাপাঠের অনুষ্ঠান সুপার ফ্লপ।

বরং এই কর্মসূচির জেরে অনেক জায়গাতেই অসুবিধার সামনে পরেন টেট পরীক্ষার্থীরা। কেননা রবিবার রাজ্য জুড়ে টেট পরীক্ষা হয়।কিছু কিছু জায়গায় যানজটের জেরে অসুবিধায় পড়েন টেট পরীক্ষার্থীরা।যদিও কলকাতা পুলিশের তৎপরতায় নির্দিষ্ট সময়েই তারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সক্ষম হন।

এদিনের অনুষ্ঠানে লাল পাড় সাদা শাড়িতে দেখা গেল মহিলাদের এবং সাদা পাঞ্জাবিতে দেখা যায় পুরুষদের। ব্রিগেডে তৈরি ছিল দু’টি মঞ্চ।কিন্তু সেখানে শুধুই অন্য রাজ্য থেকে নিয়ে আসা সাধু সন্তরা বিরাজ করেছেন।

অবশ্য বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ড্যামেজ কন্ট্রোলে বলেছেন, রাজনৈতিক পরিবেশের কোনও বিষয় নেই। এটা একটা সাংস্কৃতিক কার্যক্রম। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কলকাতা এসেছেন দ্বারকার শঙ্করাচার্য দয়ানন্দ সরস্বতী। রাজ্যেরে একাধিক বিজেপি বিধায়ক ও নেতানেত্রীদেরও ব্রিগেডে বসে গীতা পড়তে দেখা গিয়েছে। কিন্তু ওই পর্যন্তই। ফের বাংলা দেখল, ধোঁকাবাজি দিয়ে কেল্লাফতে করা যায়না। রবিবারের ফাঁকা ব্রিগেড তার সাক্ষী থাকল।

 

spot_img

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...