Saturday, May 3, 2025

ভু.য়ো জাতিগত সংশাপত্র ধরতে জেলায় জেলায় বিশেষ আধিকারিক নিয়োগ করবে রাজ্য

Date:

Share post:

ভুয়ো জাতিগত সংশাপত্র চিহ্নিত করতে জেলায় জেলায় বিশেষ আধিকারিক নিয়োগ করা হচ্ছে। প্রতিটি জেলায় ব্লক পিছু একজন করে অ্যাডিশনাল ইন্সপেক্টর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সব মিলিয়ে সারা রাজ্যে আড়াইশোর কাছাকাছি আধিকারিক নিয়োগ করার পরিকল্পনা রয়েছে।

• অবসরপ্রাপ্ত অনগ্রসর শ্রেণিকল্যাণ বিভাগের ইন্সপেক্টর, সরকারি দফতরের এক্সটেনশন অফিসার, হেডক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্কদের এই কাজে নিয়োগ করা হবে।
• প্রতি মাসে তাঁদের ১২হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।
• অভিজ্ঞতা থাকায় অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের অবসরপ্রাপ্তরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।

এই নিয়ে ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। এই আধিকারিকরা এখনও পর্যন্ত যত ভুয়ো সংশপত্র বিলি করা হয়েছে সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনে বাতিল করার সুপারিশ করতে পারবেন। রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভায় অনগ্রসর শ্রেণিকল্যাণ ইন্সপেক্টর র জাতিগত শংসাপত্রের আবেদন যাচাই করেন। তাঁদের উপর চাপ কমাতে এই আধিকারিকদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইদানীং ভুয়ো জাতিগত শংসাপত্র ঘিরে ব্যবসা বেড়ে গিয়েছে। রাজ্য সরকারের তফশিলি বন্ধু প্রকল্পে এখন তপশিলি জাতির ৬০ বছরের বেশি মানুষেরা ১০০০ টাকা করে প্রতি মাসে পেনশন পান। এই সব নানা সরকারি প্রকল্প ও নানা সরকারি চাকরির সুবিধা নিতেও এই ভুয়ো জাতিগত শংসাপত্র ব্যবহার করা হয়।

আরও পড়ুন- পর্ষদের সতর্কতায় পুলিশের হাতে ধৃ.ত ভিন রাজ্য থেকে আসা টেটের ভু.য়ো পরীক্ষার্থী

 

spot_img
spot_img

Related articles

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...