টনক নড়ল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। আইএসএল-এ গত কয়েক ম্যাচে খারাপ রেফারিং নিয়ে আওয়াজ তোলে আইএসএলের দলগুলি। বিশেষ করে কেরালা ব্লাস্টার্স এফসি এবং ইস্টবেঙ্গল। সম্প্রতি, লাল-হলুদের ওড়িশা এফসির বিরুদ্ধে নিশ্চিত দুটো পেনাল্টি বাতিল করেন ওই ম্যাচের দায়িত্বে থাকা রেফারি সেন্থিল নাথান। এরপরই ইস্টবেঙ্গল ক্লাব ওই ম্যাচ নিয়ে চিঠি দেওয়ার পাশাপাশি তারা বেশকিছু ভিডিও পাঠায় এআইএফএফকে। আর তারপরই নড়েচড়ে বসল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সূত্রের খবর, আগামি ৩১ ডিসেম্বর সভাপতি কল্যাণ চৌবে রিভিউ মিটিংয়ের ডাক দিয়েছেন। যেই বৈঠকে থাকবেন প্রধান রেফারিং অফিসার ট্রেভর কেটেল। সম্প্রতি শুধু ইস্টবেঙ্গল নয়, মুম্বই সিটি এফসি বনাম মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচেও রেফারিং নিয়ে অভিযোগ ওঠে। মোট ৭ জন ফুটবলারকে লাল কার্ড দেখানো হয়।

এই নিয়ে ফেডারেশন জানিয়েছে, “এআইএফএফ সভাপতি কল্যান চৌবে ৩১ ডিসেম্বর রেফারিদের নিয়ে একটি রিভিউ বৈঠক ডেকেছেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটেল।” এই নিয়ে এক সূত্রের বক্তব্য, লাগাতার এই টুর্নামেন্ট থেকে রেফারিদের ভুল সিদ্ধান্ত নিয়ে উঠে আসছিল অভিযোগ, তাই সবার অভিযোগ শুনে অবশেষে কল্যাণ চৌবে সিদ্ধান্ত নিয়েছেন আগামী ৩১ ডিসেম্বর তিনি সব রেফারিদের নিয়ে বৈঠকে বসবেন। সেদিন আলোচনা হবে কীভাবে পরিস্থিতির উন্নতি করা যায়।”

আরও পড়ুন:২০২৪ আইপিএল শুরুর আগেই বিপত্তি কেকেআর শিবিরে, আসন্ন IPL-এ নাও পাওয়া যেতে পারে এই ক্রিকেটারকে
