Thursday, November 13, 2025

ঘন কুয়াশার চাদরে দিল্লি-সহ উত্তর ভারত, বিপর্যস্ত বিমান ও ট্রেন চলাচল

Date:

Share post:

ঘন কুয়াশায় চাদরে ঢাকা পড়ল রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। কুয়াশার সঙ্গে চলছে তীব্র শীতের ছোবল। ফলে জনজীবন বিপর্যন্ত। বুধবার কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে সব রকমের বিমানের ওঠানামা বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত ১১০টি বিমানের সময় বদলে দিতে হয়েছে। বেলা ১১টার আগে বিমান চলাচল স্বাভাবিক করা যায়নি। ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও।

উত্তর রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত ২৫টি ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে। প্রায় সব ট্রেন চালাতে হচ্ছে ধীরগতিতে। এর ফলে কোন ট্রেন কখন গন্তব্যে পৌঁছাবে, তার কোনো হিসাব রেল কর্তৃপক্ষ দিতে পারছে না। দিল্লিসহ গোটা উত্তর ভারতে বছরের এই সময় এমন কুয়াশা স্বাভাবিক। কুয়াশার কারণে সবচেয়ে বেশি ঘটে সড়ক দুর্ঘটনা। মঙ্গলবারের মতো এদিন তার অন্যথা হয়নি। দুর্ঘটনা সাধারণত বেশি হয় উত্তর ভারতের এক্সপ্রেসওয়েগুলোতে। এসব সড়কে যানবাহনের সর্বোচ্চ গতি বেঁধে দেওয়া আছে ঘণ্টায় ১০০ কিলোমিটার। গতির কারণেই তাই কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লে পরপর আরও গাড়ি ধাক্কা খায়। বুধবার আগ্রা–লখনউ এক্সপ্রেসওয়েতে ঠিক তেমনই ঘটনা ঘটে। বহু গাড়ি পরস্পরকে পরপর ধাক্কা দেওয়ায় ১ জন নিহত ও অন্তত আরও ১২ জন আহত হন।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, এমন ঘন কুয়াশা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশে চলবে। এদিন কোনো কোনো স্থানে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসে। সেই কারণে বিমান চলাচল বন্ধ রাখা হয়। রাস্তায় গাড়ি চালাতে হয় আলো জ্বালিয়ে। পাঞ্জাবের অমৃতসরে তাপমাত্রা নেমে যায় শূন্য ডিগ্রিতে। ঘন কুয়াশার কারণে বায়ুদূষণের মাত্রাও তুলনামূলকভাবে বেড়ে গেছে। বুধবার সকালে রাজধানীর বায়ুদূষণের মান ‘অত্যন্ত খারাপ’।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...