মার্চের শুরুতেই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ! বাংলায় কত দফায় নির্বাচন? বড় আপডেট কমিশনের

আগামী ২২ জানুয়ারি অর্থাৎ রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের দিনেই চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। আর তারপর, মার্চের গোড়াতেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ (Election Dates) ঘোষণা হতে চলেছে বলে খবর। সূত্রের খবর, ২০১৯ সালের মতোই মার্চের শুরুতেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হবে। আর এপ্রিল মাস জুড়ে চলবে ভোট। ফল প্রকাশ হবে মে মাসে।

তবে বাংলায় গতবারের মতোই ৮ দফায় ভোট করানোর পরিকল্পনা রয়েছে কমিশনের। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই ভোট গ্রহণ হবে বলে খবর। তবে প্রয়োজন অনুসারে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে। আগামী জানুযারিতেই নির্বাচন কমিশনের একটি বেঞ্চ বাংলায় আসবে বলে জানা গেছে। তার আগে বাংলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যস এসে পরিস্থিতি খতিয়ে দেখবেন। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে, বাংলায় মোট ভোট কর্মীর সংখ্যা কত। এছাড়া ইভিএম মেশিন সংক্রান্ত প্রশিক্ষণও সেরে ফেলা হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, রাম মন্দির উদ্বোধনের আবহে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন পর্ব মিটিয়ে ফেলতে চাইছে বিজেপি। আর সেকারণেই রাম মন্দির উদ্বোধনের দিনটিকেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।