Saturday, August 23, 2025

অন্ধ্রের রাজনীতিতে বড় চমক, কংগ্রেসে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রীর বোন

Date:

Share post:

চলতি বছরেই বিধানসভা নির্বাচন রয়েছে অন্ধ্রপ্রদেশে। তার আগেই বড় চমক। এবার কংগ্রেসের যোগ দিতে চলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন ওয়াই এস শর্মিলা। জানা যাচ্ছে, কংগ্রেসে বড় পদ পেতে চলেছেন তিনি। একদিকে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন অন্যদিকে লোকসভা নির্বাচন। শর্মিলাকে দলে নিয়ে এই দুই নির্বাচনকে মাথায় রেখেই অন্ধ্রের রাজনীতিতে বাজি মারতে চাইছে হাত শিবির।

সদ্য তেলেঙ্গানায় সরকার গঠনের পর আত্মবিশ্বাসী কংগ্রেস। এদিকে ২৪-এর নির্বাচনের আগে এই রাজ্যে টালমাটাল অবস্থা বিরোধীদল তেলুগু দেশম পার্টির। এই সুযোগেই দক্ষিণে জমি শক্ত করতে তৎপর হয়েছে হাত শিবির। সেই লক্ষ্যেই শর্মিলাকে দলে নিয়ে অন্ধ্রে বাজিমাত করতে প্রস্তুত রাহুল গান্ধীরা। শর্মিলার পাশাপাশি ওয়াই এস আর কংগ্রেস থেকে আরও এক ঝাঁক নেতা কংগ্রেসের যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। এই সমস্ত ঠিক মাথায় রেখে কংগ্রেসের পরিকল্পনা দলে শর্মিলাকে কোনও বড় পদ দেওয়া।

উল্লেখ্য, কংগ্রেস ছেড়েই ওয়াই এস আর কংগ্রেস পার্টি গঠন করেছিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। সেই সময়ে দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন শর্মিলাও। ২০১২ সালে নতুন দল গঠনের পর বেশ কিছুদিন দুর্নীতির মামলায় জেল খাটেন জগন। সেই সময়ে দলের হাল ধরেছিলেন তাঁর বোনই। কিন্তু ২০২১ সালে শর্মিলা সাফ জানিয়ে দেন, দাদার সঙ্গে তাঁর রাজনৈতিক আদর্শ মিলছে না। নতুন দল গড়ে তেলেঙ্গানায় প্রচারও শুরু করেন। তবে শেষ পর্যন্ত কংগ্রেসেই ফিরতে চলেছেন তিনি।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...