Thursday, November 13, 2025

‘মিষ্টি মুখে’ বছর শুরু, কল্যাণকে জন্মদিনের শুভেচ্ছা-সস্ত্রীক আমন্ত্রণ ধনকড়ের

Date:

Share post:

গত বছর শেষের দিকে মাসের হিসেবে এখনও একমাস হয়নি। বেনজিরভাবে বিরোধী সাংসদের সাসপেন্ড করার প্রতিবাদে সংসদ ভবনে সামনে মক পার্লামেন্ট বসানো হয়। তা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তীব্র সংঘাত বাঁধে রাজ্যসভার চেয়ারম্যানের। তবে, ক্যালেন্ডার বদলতেই বদলালো তিক্ততার ছবি। তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) জন্মদিনে তাঁকে ফোন করে শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। নিজের এক্স হ্যান্ডেলে সেকথা লেখেন শ্রীরামপুরের সাংসদ। জানিয়েছেন, তাঁর স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল ধনকড়।

শীতকালীন অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা থেকে বিরোধীদলের ১৪৩ সাংসদকে সাসপেন্ড (Suspend) করা হয়। এই ঘটনার প্রতিবাদে এদিন সকা সংসদের সিঁড়িতে ধর্না-অবস্থান করেন বিরোধী সাংসদরা। রীতিমতো মক পার্লামেন্ট বসানো হয়। ধর্নায় সাংসদের উপস্থিতিতে কটাক্ষ করে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশ কিছু অঙ্গভঙ্গি করেন যার পুরোটাই ভিডিও রেকর্ড করেন রাহুল গান্ধী। তাঁকে দেখে হেসে গড়িয়ে পড়েন অন্যান্য বিরোধীদলের সাংসদরা। কল্যাণের(Kalyan Banerjee) অঙ্গভঙ্গি দেখে অনেকেরই দাবি, তিনি রাজ্যসভার চেয়ারম্যানের শরীরী ভাষা নকল করছিলেন। বিষয়টি নিয়ে বেজায় চটে যান ধনকড়। “এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সব কিছুর একটা লিমিট থাকা উচিত। একজন সিনিয়র সাংসদ মিমিক্রি করছেন এবং অপর একজন সেটির ভিডিও করছেন, এটি দুর্ভাগ্যজনক।“ পাল্টা কল্যাণ বলেন, মিমিক্রি একটা শিল্প। অতীতে সংসদের মধ্যে প্রধানমন্ত্রীও মিমিক্রি করেছেন। তার জন্য কি তিনি ক্ষমা চাইবেন? প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। পরে অবশ্য কল্যাণ বলেন, কারও ভাবাবেগে আঘাত করার জন্য তিনি কিছু করেননি। ধনকড় রাজ্যসভার চেয়ারম্যান। তিনিও কল্যাণের মতোই আইনজীবী ছিলেন। ‘‘আমি ওঁকে শ্রদ্ধা করি।’’

যদিও বছর ঘুরতে সেই তিক্ততা মুছে গেল। কল্যাণকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ধনকড়। শুধু তাই নয়, নিজের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণও জানিয়েছেন। কথা বলেছেন তাঁর স্ত্রীর সঙ্গেও। শুভেচ্ছার জন্য পাল্টা ধন্যবাদও জানিয়েছেন তৃণমূল সাংসদ। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘আমার জন্মদিন উষ্ণ শুভেচ্ছা জানানোর জন্য উপরাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। তিনি ব্যক্তিগত ভাবে ফোন করে আমার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তাতে আমি আপ্লুত। আমার পুরো পরিবারকে তাঁর আশীর্বাদ জানিয়েছেন।’’ ধনকড় যে তাঁকে সস্ত্রীক নৈশভোজের জন্য নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন সে কথাও জানান কল্যাণ।


spot_img

Related articles

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...