Wednesday, August 27, 2025

এশিয়ান কাপের পরেই ভারতীয় ফুটবলকে বিদায় জানাতে পারেন সুনীল ছেত্রী

Date:

Share post:

ইতিহাস গড়ার সামনে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।কারণ, তিনি ভারতীয় ফুটবলার হিসেবে তৃতীয়বার কোনও মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।এর আগে ২০১১ এবং ২০১৯ সালে তিনি এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। ২০২৪ সালে তিনি আরও একবার এই টুর্নামেন্টে খেলতে চান। এবারের এএফসি এশিয়ান কাপের ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, সিরিয়া এবং উজবেকিস্তান।
৩৯ বছর বয়সেও সুনীল ছেত্রী আজও ভারতীয় ফুটবল দলে নিজের সেরা পারফরম্যান্স উজাড় করে দেন। আজও দেশের অন্যতম সেরা ফুটবলার তিনি। তবে এটাও ঠিক যে সুনীল ছেত্রী তাঁর বর্ণাঢ্য ফুটবল কেরিয়ারের একেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়েছেন।
ওয়াকিবহালমহলের মত, এএফসি এশিয়ান কাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করতে পারেন সুনীল ছেত্রী। এই ব্যাপারে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক জানিয়েছেন, যদি ভারতীয় ফুটবল দল ২০২৬ যোগ্যতা অর্জনকারীপর্বে অংশগ্রহণ করতে না পারে, তাহলে এই টুর্নামেন্টকেই তাঁর কেরিয়ারের শেষ বলে ধরে নেওয়া যেতে পারে।

সুনীল জানিয়েছেন, এই প্রথমবার আমাদের সামনে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে। সেটা ভারতীয় ফুটবল দলের কাছে অবশ্যই একটা ইতিহাস হবে। আপাতত আমাকে ভারতীয় ফুটবল দলের খুবই দরকার।সেইসঙ্গে তিনি আরও বলেন, ‘ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে তৃতীয় রাউন্ডে ওঠার আগে এশিয়ান কাপে ভালো পারফরম্যান্স করা খুবই দরকার। আমরা সেরা তিনটে দল খেলছি। সিরিয়াকে সরিয়ে রাখলেও উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়াকে আমরা যথেষ্ট সমীহ করি।’বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের দ্বিতীয় রাউন্ডে ফুটবল দল দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। কুয়েতের বিরুদ্ধে তারা ঐতিহাসিক জয়লাভ করে। কাতারের বিরুদ্ধে হেরে গেলেও, ভারতীয় ফুটবল দল তৃতীয় রাউন্ডে ওঠার যোগ্য দাবিদার। আগামী মার্চ মাসে আফগানিস্তানের বিরুদ্ধে জোড়া ম্যাচ খেলতে হবে ভারতীয় ফুটবল দলকে।

spot_img

Related articles

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...