Monday, November 10, 2025

‘জন কি বাতের’ প্রথম পর্বেই বছরে ২কোটি চাকরির প্রতিশ্রুতি নিয়ে মোদিকে খোঁ.চা তৃণমূলের

Date:

Share post:

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, উন্নয়ন থেকে শত যোজন দূরে থেকে স্রেফ আত্মপ্রচারের কাজেই রাজকোষের ভুড়ি ভুড়ি অর্থ ও সময় ব‌্যয় করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর এই আত্মপ্রচারের পিছনে ধর্মের গিমিক। অথচ দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, বেড়েছে দুর্নীতি, দেশজুড়ে অনুন্নয়নের ছোঁয়া, বেকারত্ব, হিংসা, নারী নির্যাতনের মতো ভয়াবহ ঘটনা এখন রোজ নামচা। কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ জনতার দাবি, তাঁদের মনের কথা, সমস্যার কথা শুনছে না মোদি সরকার। সোশ‌্যাল মিডিয়ায় (Social Media) এবার এই ঘটনাগুলি তুলে ধরতে চাইছে তৃণমূল (TMC)। তারই পোশাকি নাম ‘জন কি বাত’ (Jaan Ki Baat)! যেখানে জনতা নিজে তাঁদের সমস্যার কথা তুলে ধরবেন।

তৃণমূলের তরফে ‘জন কি বাত’ নিয়ে ধারাবাহিক ভিডিও বানানো হয়েছে। যেখানে নরেন্দ্র মোদির কণ্ঠস্বর নকল করেই বলা হচ্ছে, ‘মন কি বাত অনেক হয়েছে, এবার হবে ‘জন কি বাত’!’ দলের এক্স হ‌্যান্ডলে আরও লেখা হয়েছে, ‘গত ১০ বছর ধরে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনেক মনের কথা শুনেছি, অনেক মনের কথা জেনেছি! আর নয়! এবার সত্যিটা সামনে আনার সময় হয়ে গিয়েছে! মানুষের কথা বলার সময় এসে গিয়েছে!’

কেন্দ্রের অপদার্থতা তুলে ধরে ‘জন কি বাত’-এ প্রথম পর্বে মোদি জমানার ২০১৪ থেকে ২০২৪, এই ১০ বছরে দেশের বেকারত্বর হালকে তুলে ধরা হয়েছে। দলের এক্স হ্যান্ডেলে একটি ছোট্ট ভিডিও দিয়ে দেখানো হয়েছে, ২০১৪ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। ১০ বছরে ২০ কোটি চাকরি হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা জুমলা ছিল।

ভারতে লক্ষ লক্ষ বেকাররা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের ভিত্তিহীন অর্থনৈতিক সিদ্ধান্তের শিকার। যুবক, নারী, গ্রামীণ ভারতকে বেকারত্বের দানব গ্রাস করেছে। ২০১৪ থেকে ২০২৪, নরেন্দ্র মোদি জমানায় লাফিয়ে বেড়েছে বেকারত্ব। অনেক যুবক-যুবতী কাজ হারিয়ে হতাশায় ভুগছেন। বর্তমানে দেশে ২৫ বছরের কম বয়সী ৪২ শতাংশ শিক্ষিত বেকার। যা ভুটান, বাংলাদেশ, পাকিস্তানকেও ছাপিয়ে গিয়েছে। অথচ প্রধানমন্ত্রী কাটআউটের সঙ্গে আচ্ছা দিনের প্রতিশ্রুতি দিচ্ছেন।


spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...