Friday, August 22, 2025

ম.র্মান্তিক! তেলেঙ্গানায় যাত্রীবাহী বাসে বি.ধ্বংসী অ.গ্নিকাণ্ড, মৃ্.ত্যু জীবন্ত দ.গ্ধ মহিলার

Date:

Share post:

ফের ভয়াবহ পথ দুর্ঘটনার (Massive Accident) সাক্ষী তেলেঙ্গানা (Telengana)। আর সেই দুর্ঘটনায় জীবন্ত অবস্থাতেই দগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোররাতে জগন আমাজন ট্রাভেল এজেন্সির একটি বাসে ঘটে যায় দুর্ঘটনা। এদিন হায়দরাবাদ (Hyderabad) থেকে চিত্তোরের উদ্দেশে রওনা হয়েছিল যাত্রীবাহী বাসটি (Passenger Bus)। কিন্তু জোগুলাম্বা গাদওয়ালে কোনওভাবে পাল্টি খায় বাসটি। তবে বাসচালক ঘুমিয়ে পড়াতেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা  করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, এদিন উল্টে যেতেই বাসটিতে আচমকা আগুন ধরে যায়। আর তাতেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় মহিলার। বাসের আরও এক যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন বলে খবর। তবে তাঁর আঘাত একেবারেই গুরুতর নয়। পুলিশ সূত্রে খবর, বাস উল্টে যেতেই প্রাণ বাঁচাতে অধিকাংশ যাত্রীরা বাসের বাইরে বেরিয়ে এসে আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেন। কিন্তু ওই মহিলা নামতে পারেননি বলে অভিযোগ। এরপরই আচমকা আগুনের গ্রাসে চলে যায় বাসটি। তবে মৃত মহিলার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্যে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিন বাসটিতে কমপক্ষে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। প্রায় সব যাত্রীই কাঁচের জানালা ভেঙে লাফ দিয়ে বেরিয়ে আসেন। দুর্ঘটনায় আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাদের মধ্যে তিনজনকে গাদওয়ালের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপরজনকে হায়দরাবাদে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তথ্য সূত্রে খবর, তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনা গত কয়েক বছরে বিপজ্জনক হারে বেড়েছে। যদিও কীভাবে দূর্ঘটনা কমানো যায় তা নিয়ে সরকারের মাথাব্যথা কিছুতেই কমছে না।

 


spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...