Saturday, August 23, 2025

৫০ রানে পিছিয়ে বাংলা, তৃতীয় দিনের শেষে উত্তরপ্রদেশের রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১৭৮, কাইফ নিলেন ৩ উইকেট

Date:

Share post:

তৃতীয় দিনে উত্তরপ্রদেশের থেকে ৫০ রানে পিছিয়ে বাংলা। দিনের শেষে উত্তরপ্রদেশের রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১৭৮। বাংলার হওয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে ফের তান্ডব চালালেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। নিয়েছেন ৩ উইকেট।

প্রথম ইনিংসে ৬০ রানে শেষ হওয়ে গিয়েছিলো উত্তরপ্রদেশের ইনিংস। প্রথম ইনিংসে ১৮৮ রান করে মনোজ তিওয়াড়ির দল। বাংলা প্রথম ইনিংসে ১২৮ রানে লিড নেয়। জবাবে ব্যাট করতে সেই রান পার করে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের হওয়ে সমর্থ সিং করেন ৫৪ রান। অন্য ওপেনার আরিয়ান জুয়েল করেন ৪২ রান। তাঁদের দু’জনকেই আউট করেন মহম্মদ কাইফ। প্রিয়ম গর্গ করেন ১২ রান। তাঁর উইকেট নেন কাইফ। অধিনায়ক নীতীশ রানা ৪৭ রানে অপরাজিত। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন আকাশ দীপ নাথ। করণ শর্মা করেন ৪ রান। তাঁর উইকেট নিয়েছেন সূরজ সিন্ধু জয়সওয়াল।

এদিকে কুয়াশার জন্য ম্যাচের অনেকটা সময় খেলা সম্ভব হয়নি। প্রতিদিনই ম্যাচ শুরু হওয়েছে দেরিতে। প্রথম এবং দ্বিতীয় দিনও খেলা শুরু হয়েছে অনেক দেরিতে। সোমবারও কুয়াশার কারণে শুরু থেকে খেলা সম্ভব হবে কি না সন্দেহ। তবে বাংলার কাছে এখনও সরাসরি ম্যাচ জেতার সুযোগ রয়েছে। সেটা না হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবিধা নিয়ে ৩ পয়েন্ট পাবে বাংলা।

আরও পড়ুন- সামনেই ডার্বি, কীভাবে কাটবেন টিকিট? রইলো বড় আপডেট

 

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...