Friday, November 7, 2025

“চালানোর হলে চালা, নাহলে গেট খোল”! ইন্ডিগোর বিমানে আচমকাই মেজাজ হারালেন যাত্রী, তারপর…

Date:

Share post:

ফের সংবাদ শিরোনামে উড়ান সংস্থা ইন্ডিগো (Indigo)। এবার বিমান ছাড়তে দেরি হওয়ায় যাত্রীর রোষের মুখে পড়লেন খোদ পাইলট (Pilot)। তবে বিষয়টি এদিন শুধুই গালিগালাজেই থেমে থাকেনি। পাইলটকে বেধড়ক মারধরের অভিযোগও ওঠে যাত্রীর বিরুদ্ধে। ঘন কুয়াশার (Fog) কারণে বিগত কয়েকদিন ধরেই চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও বিমানবন্দরেই বসে থাকার অভিযোগ তুলছেন অনেকেই। এবার বিমান ওঠা-নামায় দেরি হওয়ার কথা ঘোষণা করতেই চরম ক্ষুব্ধ হলেন এক যাত্রী। নিজের আসন থেকে উঠে গিয়ে পাইলটকে মারলেন সজোরে ঘুষি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।

ভিডিয়োয় দেখা গিয়েছে, কুয়াশার কারণে বিমান ওঠা-নামায় দেরি হচ্ছে। ফ্লাইট ডিউটির সময় পরিবর্তন হওয়ায় পাইলটও পরিবর্তন হয়। নতুন পাইলট এসে বিমান আরও দেরি হওয়ার ঘোষণা করতেই হলুদ এক যাত্রী নিজের আসন ছেড়ে উঠে গিয়ে পাইলটকে ঘুষি মারেন। বিমানের একদম শেষ সারিতে বসেছিলেন ওই যাত্রী। পাইলট ঘোষণা করতেই তিনি উঠে দৌড়ে বিমানের একদম সামনে যান এবং পাইলটকে ঘুষি মারেন। গোটা ঘটনায় হকচকিয়ে যান সকলেই। ওই ব্যক্তিকে চেঁচিয়ে বলতে শোনা যায়, “বিমান চালানোর হলে চালা, নাহলে খোল গেট…”। তবে ঘটনার জেরে কেঁদে ফেলেন এক বিমানসেবিকা। তিনি বলেন, “আপনি যা করলেন, তা ভুল। এটা করতে পারেন না।”

ভিডিয়োটি ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটাগরিকদের মধ্যে। যাত্রীর আচরণকে সমর্থন করেননি কেউ। অনেকে তাঁর গ্রেফতারির দাবি তুলেছেন। ওই যাত্রীকে আজীবন জন্য বিমান পরিষেবায় নিষিদ্ধ করে দেওয়া উচিত বলে মনে করেছেন কেউ কেউ। নেটাগরিকদের অনেকেই বলেছেন, ‘‘বিমান দেরি হওয়া বা বাতিল হওয়ায় বিমানকর্মীদের তো কোনও হাত নেই। তাঁরা নিজের কাজটুকু করেন। তাঁদের সঙ্গে এই আচরণ অনভিপ্রেত।’’ অন্যদিকে, ইন্ডিগোর পরিষেবা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। তাঁরা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে ইন্ডিগোর পরিষেবায় নানা গলদ থাকছে। যা যাত্রীদের হেনস্থার অন্যতম কারণ।

 

 

 

 

spot_img

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...