মকর সংক্রান্তির (Makar Sankranti) স্নান সেরে সাগর থেকে ফেরার পথে-বিপত্তি। ভোর রাতে মুড়িগঙ্গার চড়ায় ভেসেল আটকে বিপত্তি, উদ্ধারকাজে নামল NDRF।

এবছর গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় হয়েছিল। রাজ্য সরকারের তৎপরতা ও দক্ষতায় কোথাও কোনও সমস্যা হয়নি। তবে গতকাল ও আজ ঘন কুয়াশার কারণে ভেসেল চলাচলে বিঘ্ন ঘটেছে। আজ ভোর রাতে মুড়িগঙ্গার চড়ায় লঞ্চ আটকে যায়।কাকদ্বীপের লট নাম্বার ৮ থেকে কচুবেড়িয়া যাওয়ার পথে এই বিপত্তি ঘটে। স্পিডবোট ও হোভার ক্রাফটের চেষ্টায় উদ্ধার করা হয় যাত্রীদের। উপকূল রক্ষী বাহিনী ও বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। তবে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় আপাতত বন্ধ গঙ্গাসাগরের ভেসেল চলাচল।

