Monday, November 3, 2025

নিরাপত্তা শিকেয়! মোদিরাজ্যে নৌকাডু.বিতে লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, আ.টক ২

Date:

Share post:

ফের বড়সড় দুর্ঘটনা মোদিরাজ্যে (Modi State)। পিকনিকে (Picnic) গিয়ে নৌকা উল্টে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবরে এখনও পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। গুজরাটের (Gujrat) ভদোদরার হর্নি লেকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভদোদরার (Vadodara) একটি বেসরকারি স্কুল (Private School) পড়ুয়াদের নিয়ে যায় পিকনিকে। পুরো পিকনিকের আয়োজন করেছিল স্কুলই। সেই পিকনিকেই ঘটে যায় বিপত্তি। ঝুঁকিপূর্ণভাবে লেকে নৌকাবিহারের সময় একটি নৌকা ডুবে যায়। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ৬ জনের। তখনই আশঙ্কা করা হচ্ছিল, হতাহতের সংখ্যা বাড়তে পারে। শুক্রবার সেই আশঙ্কায় সত্যি হল। রাতভর উদ্ধারকাজ চলার পর এখনও পর্যন্ত মোট ১৭ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। যাদের মধ্যে ১৪ জন পড়ুয়া ও ৩ জন শিক্ষক রয়েছেন। এখনও জোরকদমে উদ্ধারকাজ চলছে।

ইতিমধ্যে বেশ কয়েকজন পড়ুয়া ও শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেসজ কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনাস্থলে উপস্থিত থেকে সবস্মত পরিস্থিতির উপর কড়া নজর রাখছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং পুলিশ। এদিকে এদিনের দুর্ঘটনায় গুজরাটের ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে গুজরাট সরকার।

তবে এদিনের ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি নৌকায় মোট ২৭ জন চেপেছিল। সেটি ভার রাখতে না পেরেই লেকে ডুবে যায়। লাইফ জ্যাকেট ছাড়া এত পড়ুয়াকে নিয়ে কেন নৌকায় ওঠানো হল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এদিকে ঘটনার তদন্তে নেমে দু’জনকে আটক করেছে পুলিশ।

 

 

 

 

spot_img

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...