এবার রোহিত-নবির ঝামেলা নিয়ে মুখ খুললেন অশ্বিন, কী বললেন তিনি?

এদিন নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘‘আবার ক্রিকেটীয় স্পিরিট বা ধর্মের কথা উঠতে পারে। কিন্তু আমি দুঃখিত। যা ঘটেছে,

এবার ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং আফগানিস্তান অলরাউন্ডার মহম্মদ নবির ঝামেলা নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের বোলার রবিচন্দ্রন অশ্বিন। গতবুধবার ভারত-আফগানিস্তান তৃতীয় টি-২০ ম্যাচে একের পর এক নাটক দেখা গিয়েছিলো। ম্যাচ ‘টাই’ হওয়ার পর প্রথম সুপার ওভারও ‘টাই’ হয়। সেই সুপার ওভারে একটি ঘটনাকে কেন্দ্র করে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন ভারত রোহিত শর্মা এবং আফগান অলরাউন্ডার মহম্মদ নবি। সেই ঘটনা নিয়েই এবার মুখ খুলেছেন অশ্বিন।

এদিন নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘‘আবার ক্রিকেটীয় স্পিরিট বা ধর্মের কথা উঠতে পারে। কিন্তু আমি দুঃখিত। যা ঘটেছে, তার দুটো দিক রয়েছে। মাঠে আপনি ক্ষতিগ্রস্ত দলে থাকলে বিরক্ত লাগবেই। আমরা সেক্ষেত্রে বলতেই পারি, এমন কিছু আমরা কখনও করতাম না। এটা সম্পূর্ণ ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং মতের বিষয়। আবার ভারতীয় ক্রিকেটের একজন সমর্থক হিসাবে বলব— যদি বিশ্বকাপের নকআউট ম্যাচের সুপার ওভারে এমন ঘটনা ঘটে? ধরুন জয়ের জন্য ১ বলে ২ রান দরকার। উইকেটরক্ষকের ছোড়া বল ব্যাটারের গায়ে বা দস্তানায় গেলে অন্য দিকে চলে গেল। সে রকম ক্ষেত্রে আমরাও কিন্তু রানের জন্য দৌড়ব। এমন পরিস্থিতিতে কোন খেলোয়াড় না দৌড়ে দাঁড়িয়ে থাকবে?’’

এরপরই অশ্বিন বলেন, “একজন বোলার বল করে ব্যাটারকে আউট করার জন্য। ব্যাটে বল ঠিক মতো মারতে পারলে রান হয়। বল প্যাডে লাগলে লেগ বাই রান হয়। অনেক বল ব্যাটার না খেলে ছেড়ে দেয়। বোলার ক্রিজের বাইরে বল করলে ওয়াইড হয়। বোলারের পা লাইনের বাইরে চলে গেলে নো হয়। এসব হলেও বোলার উইকেট নেওয়ার জন্য মরিয়া থাকে। আবার একজন ফিল্ডার উইকেটের দিকে বল ছোড়ে ব্যাটারকে রান আউট করার জন্য। দৌড়ে রান নেওয়া ব্যাটারের অধিকারের। সে বলের রাস্তা ছেড়ে দৌড়বে এটা হয় না। গায়ে লাগতেই পারে। এখানে ক্রিকেটীয় স্পিরিট বা ধর্ম খুঁজব কী করে? আমি দুঃখিত।’’

আসলে গতবুধবার দেখা যায়, মুকেশ কুমারের ওভারে শেষ বল ব্যাটে খেলতে পারেননি নবি। বল চলে যায় উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের হাতে। তিনি রান আউটের লক্ষ্যে বলটি নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা মুকেশের দিকে ছুড়ে দেন। কিন্তু বল মুকেশের হাতে পৌঁছনোর আগে লাগে আফগানিস্তানের প্রাক্তন অধিনায়কের গায়ে। তাতে দিক পরিবর্তন করে বল চলে যায় লং অফে থাকা বিরাট কোহলির কাছে। গায়ে বল লাগা সত্ত্বেও আফগান ব্যাটারেরা থামেননি। তাঁরা প্রথমে একটি রান নেওয়ার পর ওভার থ্রো হিসাবে আরও দু’টি রান নেন। আর তানিয়ে নবির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পরেন রোহিত।

আরও পড়ুন- এই মাঠেই টি-২০ বিশ্বকাপের ভারত-পাক মহারণ, কতটা তৈরি সেই স্টেডিয়াম?

 

Previous articleনিরাপত্তা শিকেয়! মোদিরাজ্যে নৌকাডু.বিতে লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, আ.টক ২
Next articleএক শিক্ষক ও করনিকের ইস্তফায় ফের এজেন্সির নজরে সুতির গোঠা হাইস্কুল!