জালিয়াতি সামনে আসতেই টুইট মুছে দিয়েছে গদ্দার, শুভেন্দুকে তোপ কুণালের

দলবদলু গদ্দার শুভেন্দু অধিকারী কতটা মিথ্যে ও ঘৃণার রাজনীতি করতে পারে, তা ফের প্রকাশ্যে এল।বিষয়টি নিয়ে বিরোধী দলনেতাকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণালের কটাক্ষ, রাজ্যের বিদ্যুৎ দফতরের ২০২৩ সালের জানুয়ারি মাসের একটি সার্কুলারকে শুক্রবার টুইট করে বড় বড় কথা বলছিল গদ্দার।আসলে রাম মন্দিরকে সামনে রেখে বাংলার মানুষকে ভুল বোঝাতে গিয়েছিল।

কুণালের তোপ, গদ্দার অভিযোগ করেছিল যে রামমন্দিরের উদ্বোধনের দিন এ রাজ্যে ইচ্ছাকৃত লোর্ডশেডিং করা হবে।কিন্তু ডাহা ফেল করেছে।ভেবেছিল কেউ নজর করবে না।একটা আগের সার্কুলারকে নতুন বলে চালানোর চেষ্টা করেছিল। নিজেই পরে সেই গত বছরের সার্কুলার সহ টুইট মুছে ফেলেছে।

কুণালের কটাক্ষ, না বুঝে তাড়াহুড়ো করে রাজনীতি করতে গিয়ে গত বছরে বিদ্যুৎ দফরতরের সার্কুলারকে এবছরের বলে চালানোর চেষ্টা করেছিল। এই ধরনের জালিয়াতি করা শুধুমাত্র বিজেপির পক্ষে সম্ভব। রামমন্দির উদ্বোধনকে সামনে রেখে বিজেপি নানা কায়দায় মানুষকে বিভ্রান্ত করারা চেষ্টা করছে।